সময় এখন ডেস্ক:
ডাকসু ভিপি নুরুল হক নুরুসহ আহতরা সবাই সুস্থ আছেন। প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার পর শিগগিরই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। এদিকে হাম’লার ঘটনায় ৮ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ।
হাসপাতালে চিকিৎসাধীন নুরুসহ অন্যদের শারীরিক অবস্থা নিয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বৈঠক করেন মেডিকেল বোর্ডের সদস্যরা। পরে পরিচালক জানান, সবাই আশ’ঙ্কামুক্ত। কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে তাদের শিগগিরই ছেড়ে দেয়া হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, নুরুর হাতের ব্যথার জন্য এক্সরে করতে বলা হয়েছে। আমরা এক্সরে করব। বাকি যে প্রয়োজনীয় পরীক্ষা তা আমরা করার জন্য উপদেশ দিয়েছি। সে অনুযায়ী আমরা তাদের সার্বিক চিকিৎসা দেব।
এদিকে ডাকসু ভিপি নুরুর ওপর হাম’লার প্র’তিবাদে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে সমাবেশ করেন বিএনপিপন্থী শিক্ষকরা।
এ ঘটনার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না বলে অভিযোগ করেন তারা। ডাকসু ভবনের সিসিটিভির ফুটেজ কারা সরিয়ে ফেলেছে সেটি নিয়েও প্রশ্ন তোলেন সাদা দলের শিক্ষকরা।
হাম’লার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা করেছে। অ’জ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩৫ জনকে।
এর আগে, নুরুসহ মোট ৫ জনের উন্নত চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে কোটা সংস্কার নেতাকর্মীদের ওপর মুক্তিযো’দ্ধা মঞ্চ হাম’লা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। যদিও নুরুর ফেসবুক লাইভ ভিডিওতে দেখা যায়, তার পাশ থেকে তার সঙ্গীরাই পাথর ছুড়ে গ্লাস ভাঙতে ভাঙতে ছাত্রলীগের নাম নিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাওয়া হয় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কয়েকজন নেতাকর্মীর কাছে। এ বিষয়ে মন্তব্য করতে অ’পারগতা প্রকাশ করেন তারা।
152