সময় এখন ডেস্ক:
দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ বিবিধ মামলায় সাজা ভোগরত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যদি অচিরেই মুক্তি দেয়া না হয় তবে সেই কারাগা’রের ইট খুলে তাকে বের করে আনতে প্রস্তুত বলে ঢাকায় বিএনপি আয়োজিত এক মানব-বন্ধন থেকে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
খালেদার মুক্তি ও তার চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানব-বন্ধনে দুদু সরকারের উদ্দেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, নইলে আমরা সেই কারাগা’রের প্রতিটি ইট খুলে নিয়ে তাকে ছি’নিয়ে আনবো।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শামসুজ্জান দুদু বলেন, বেগম জিয়াকে মুক্তি দিলে দেশের রাজনীতির পরিস্থিতি ভালো হবে। তার সুচিকিৎসার ব্যবস্থা করলে জনগণ খুশি হবে। আর তাকে মুক্তি না দিলে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হবে তার দায়ভার সম্পূর্ণভাবে শেখ হাসিনাকে নিতে হবে। এখন দাবি একটাই বেগম জিয়াকে মুক্তি দিতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরু’দ্ধে মিথ্যা মামলা প্র’ত্যাহার করতে হবে। এখন শুধু দাবি করছি। কিন্তু কারাগা’রে প্রতিটি ইট যে দেশের জনগণ খুলে নিবে সেটি আপনি (শেখ হাসিনা) এখনও বুঝতে পারেন নাই।
কেন্দ্রঘোষিত কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, মিথ্যা, বানোয়াট মামলায় খালেদা জিয়াকে কারাগা’রে আটকে রাখা হয়েছে। সে মামলায় খালেদা জিয়াকে জামিন দেওয়ার পরও তাকে মুক্তি দেওয়া হয়নি।
খন্দকার মোশাররফ বলেন, সরকার খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছে না। তিনি গুরুতর অ’সুস্থ। তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যথায় যে কোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে। বর্তমান সরকারের বিরু’দ্ধে একটি জাতীয় ঐক্য গঠন করে সরকারে প’তন নিশ্চিত করা হবে। সেজন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। আন্দোলন ছাড়া সরকারের অপ’শাসন থেকে মুক্তির কোনো বিকল্প নেই।
মানব-বন্ধনে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দিতে হবে। আমরা খালেদা জিয়াকে মুক্ত করেই গণতন্ত্রের ল’ড়াই এগিয়ে নিয়ে যাব।
খালেদার জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত এই মানব-বন্ধন শুরু হয় বেলা ১১টায়। ঘণ্টাব্যাপী চলা এই মানব-বন্ধনে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেয়। মানব-বন্ধনে নেতাকর্মীরা খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি চান।
991