বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য একটি স্প্যাম্প লিংক ফরোয়ার্ড করা হচ্ছে। যার মধ্য দিয়ে ম্যাসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিচ্ছে একটি চক্র।
এ প্রসঙ্গে তথ্য প্রযুক্তি সেবাদাতা সংস্থা কোডস্মাইট এর কর্ণধার নক্ষত্র বলেন, একটি চক্র বার্তা পাঠিয়ে নিজেদের আয়ত্ত্বে নিচ্ছে ফেসবুকের ম্যাসেঞ্জার। লিংক পাঠিয়ে তারা এই কাজটি করছে। অধিকাংশ ম্যাসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিয়ে এরকম বার্তা পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, এ ধরনের লিংকে কেউ ক্লিক করবেন না। সন্দেহজনক লিংকে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের পরামর্শ দিয়েছেন এই তথ্য প্রযুক্তিবিদ।
নিচের ছবিটির মতো লিংক আসলে সেটিতে ক্লিক করা থেকে বিরত থাকুন। আর যদি কেউ ভুলক্রমে ক্লিক করেই ফেলেন, তবে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। সেই সাথে অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাগুলো সক্রিয় করে নিন।
কোডস্মাইট প্রধান নক্ষত্র জানান, বিভিন্ন সময় এভাবে ম্যাসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন লিংক পাঠানো হয়। অধিকাংশ সময়ই যার উদ্দেশ্য ভালো নয়। কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি, কখনো পুরো সিস্টেম (ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, ট্যাব, মোবাইল ইত্যাদি) হ্যাক করা হয় তাদের লক্ষ্য। এ ধরনের ঝুঁকি থেকে রেহাই পেতে কিছু পরামর্শ দেন নক্ষত্র।
১. সন্দেহজনক কোন ফাইল থাকলে সেটিকে www.virustotal.com এ স্ক্যান করে নিন।
২. ক্র্যাক সফটওয়্যার / অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না।
৩. ই-মেইলের মাধ্যমে অন্য কোন ফাইল এসে থাকলে আগে কে পাঠিয়েছে নিশ্চিত করুন।
৪. সব সময় অপারেটিং সিস্টেম আপডেট করুন।
৫. নন০-ট্রাস্টেড ওয়েবসাইটে প্রবেশ করা থেকে বিরত থাকুন।
৬. এই ধরনের ভাইরাসের আক্র’মণের শি’কার হলে না ঘাবড়ে পেয়ে বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করবেন।
৭. মূল্যবান ডেটা সব সময়ই ব্যাকআপ রাখবেন।
৮. ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে বিরত থাকুন কারণ বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি লেনদেন আইনত অপরাধ।
৯. প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ক্ষ’তিগ্রস্ত হওয়া পিসির মাধ্যমে যেন অন্যগুলোতেও না ছড়ায় সেইদিকে লক্ষ্য রাখতে হবে।
১০. নিরাপদ থাকতে ডিভাইসে অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার টুলস ব্যবহার করুন।
270