স্পোর্টস ডেস্ক:
ক্রিকেটের বে’হাল দশা কাটাতে পাইপলাইন শক্ত করা জরুরী। পর্যাপ্ত প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার পরামর্শ দীর্ঘদিন ধরেই দিয়ে যাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আর তাই এবার ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় দেশব্যাপী শুরু হয়েছে পিকেসিএসবিডি ক্রিকেট ট্যালেন্ট হান্ট কার্যক্রম। মা’দক নয়, স্বপ্নের ভবিষ্যৎ গড়বো ক্রিকেটে- এই শ্লোগানে কার্যক্রমটি বাস্তবায়ন করছে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড।
আগামী ১ জানুয়ারি ২০২০ থেকে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শুরু হবে ট্যালেন্ট হান্টের এই কর্মসূচি। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ১২ থেকে ১৯ বছর বয়সী ছেলেরা এই ট্যালেন্ট হান্টে অংশগ্রহণ করতে পারবে। শুধু ঢাকায় নয় দেশের ৮টি বিভাগের ৬৪ জেলায় একযোগে চলছে উপজেলা ও জেলা রাউন্ডের ট্যালেন্ট বাছাই। জেলা রাউন্ড শেষে বিভাগ ও জাতীয় রাউন্ডের ট্যালেন্ট বাছাইয়ের মাধ্যমে শেষ হবে এই কার্যক্রম।
ঢাকা মহানগর ও ঢাকা জেলার কর্মসূচি নিয়ে রোববার ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পিকেসিএসবিডি ট্যালেন্ট হ্যান্ট বাস্তবায়ন সম্পর্কিত আলোচনা হয়। যেখানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দ।
এই বিষয়ে ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মো. বেনজীর আহম্মদ বলেন, বর্তমান সরকার তরুণ ও কিশোরদের এগিয়ে যাওয়ার জন্য বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় এই কার্যক্রমটি রয়েছে। এই ট্যালেন্ট হান্ট কার্যক্রমটি শিক্ষার্থীদের মা’দক থেকে দূরে রাখতে একটি বড় ভূমিকা পালন করবে। ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডকে এই কার্যক্রমের জন্য ধন্যবাদ জানাই।
ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল মাহমুদ সৈকত জানান, ক্রিকেটে সফলতার জন্য বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে একনামে চেনে। যখন এই ‘ট্যালেন্ট হান্ট’ থেকে আগামী দিনের সাকিব বা মুস্তাফিজ তৈরি হবে আজকের পরিশ্রম সেদিন স্বার্থক হবে। আমি কৃতজ্ঞ সরকারের কাছে। তাদের মাধ্যমে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড এই কাজটি করার সুযোগ পেয়েছে।
47