ঢাকায় কি রোনালদিনহো আসছেন নাকি ফন বাস্তেন?

0

স্পোর্টস ডেস্ক:

দরজায় দাঁড়িয়ে ২০২০; একদিক থেকে বাংলাদেশের জন্য একটু বেশিই স্পেশাল। কেননা বছরটিতে পালন করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বিশেষ এই উপলক্ষকে আরেকটু বিশেষভাবে স্মরণীয় করে রাখতে ক্রীড়াঙ্গনেও থাকছে বাড়তি প্রস্তুতি। ক’দিন থেকেই সেই প্রস্তুতিকে আরও ঢেলে সাজাতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এরই মধ্যে তারা ফিফার দ্বারস্থ হয়েছে। বাংলাদেশ থেকে কয়েক দফায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন বাফুফে কর্তারা। কারণ, বঙ্গবন্ধু গোল্ডকাপে একজন কিংবদন্তি ফুটবলারকে চাই। যেহেতু এখন ইন্টারন্যাশনাল ফুটবল উইন্ডো বন্ধ। বড়দিন আর নতুন বছরের ছুটিতে যে যার মতো ব্যস্ত সময় কাটাচ্ছেন, তার প্রভাব ফিফাতেও। তাই ছুটি শেষে যখন ফিফার অফিসিয়াল কার্যক্রম ফের চালু হবে, তখনই জানা যাবে কে আসছেন ঢাকা মাতাতে।

এ নিয়ে অবশ্য রোববার একটা ইঙ্গিত দিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। যেহেতু পুরো কাজটা ফিফার ওপর নির্ভর করছে। তাই কোন ফুটবলার আসবেন, সেটা হলফ করে বলতে পারেননি তিনিও। তবে ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহো আর ডাচ সুপারস্টার মার্কো ফন বাস্তেনের নামটা শোনা যাচ্ছে জোরেশোরে।

যেমনটা বলেছেন নাঈম, দেখুন আমরা ফিফার সঙ্গে ইতোমধ্যে এ নিয়ে আলাপ করেছি। ফিফার কাছে লিজেন্ডদের একটা লিস্ট আছে। সেখান থেকে কোনো একজনকে পাঠাতে পারে। বঙ্গমাতার মতো বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলোয়াড়দের উৎসাহ দিতেই আমাদের এই প্রচেষ্টা। আশা করি ভালো কাউকে পাঠাবে ফিফা। যেহেতু ক’দিন আগে ফিফাপ্রধান বাংলাদেশ ঘুরে গেছেন। আমাদের নিয়ে তার একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। তিনি অবশ্যই এ ব্যাপারে আমাদের সহায়তা করবেন। তবে এখনই স্পষ্ট করে কিছু বলতে পারব না। হয়তো ৪-৫ জানুয়ারির মধ্যে চূড়ান্ত একটা খবর দিতে পারব আপনাদের।

ফিফার কিংবদন্তি লিস্টে রোনালদিনহো, ফন বাস্তেন ছাড়াও আছেন ইতালির পাওলো মালদিনি, নেদারল্যান্ডসের রুদ গুলিত ও আইভরি কোস্টের দিদিয়ের দ্রগবার মতো জনপ্রিয়রা।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর জন্যই এগিয়ে আনা হলো সময়টা। সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ৬ জাতির এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। গতকাল বাফুফে ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষকের স্বত্ব কিনে নেওয়া কে স্পোর্টসের সঙ্গে চুক্তিও হয়েছে।

এদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপের সব ম্যাচ এবার ঢাকায় অনুষ্ঠিত হবে। মাঝে যদিও সিলেটের কথা শোনা যায়। কিন্তু বাফুফে সে নাম থেকে সরে এসেছে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!