বিনোদন ডেস্ক:
গত ১ যুগ ধরে শুধু প্রেমের ছবি বানানো হচ্ছে। ফ্যামিলি ড্রামার ছবি কমে গেছে। আগে ফ্যামিলি ড্রামার ছবি হতো। সেগুলোতে মানুষ নিজেদের খুঁজে পেত। কিন্তু এখন মানুষের কাছে এইসব ছবি একঘে’য়েমি ঠেকছে। তাই মানুষ ছবি দেখছে না।
এছাড়া হাতের মুঠোয় ইন্টারনেটের কারণে মানুষ সারাবিশ্বের সবকিছু দেখছে যেটা আগে ছিল না। এসব কারণে মানুষ আর হলে গিয়ে ছবি দেখছে না। এখন ছবি কম নির্মিত হচ্ছে। আমার হাতেও কোন ছবি নেই। বলতে পারেন বেকার বসে আছি। বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা গাঙ্গুয়া।
এফডিসিতে ফিল্ম ক্লাবের নির্বাচনে ভোট প্রদান করতে এসে গাঙ্গুয়া বলেন, ৮ শতাধিক সিনেমায় কাজ করেছি। উল্লেখযোগ্য ছবি হচ্ছে- মা’স্তান রাজা, কালিয়া, প্রেম গীত, নূরা পা’গলা, জ্যান্ত কবর, ক্ষুধার জ্বা’লা, লাল বাদশা, ইঞ্চি ইঞ্চি প্রেম, তোকে ভালোবাসতেই হবেসহ অসংখ্য ছবি। অথচ এখন আমাকে কেউ কাজে ডাকছে না।
গাঙ্গুয়ার ফিল্মি নাম গাঙ্গুয়া। তার আসল নাম হচ্ছে পারভেজ চৌধুরী। অভিনয়ে আসার পর প্রয়াত অভিনেতা জসিম তার নাম পরিবর্তন করে গাঙ্গুয়া রাখেন। কারণ এমন নাম রাখলে দর্শকদের কাছে দ্রুত পরিচিত পাবেন। ওস্তাদ হিসেবে তাই জসিমকেই মানেন তিনি। চলচ্চিত্রে গাঙ্গুয়ার প্রায় ৪৩ বছরের ক্যারিয়ার।
জসিমকে নিয়ে তিনি বলেন, জসিম ভাই বলেছিলেন এই নাম দিলে ভিলেন হিসেবে আমাকে নিয়ে আলোচনা হবে। তিনি যা বলেছিলেন তাই হয়েছে। দেশের মানুষের কাছে আমি এ নামেই পরিচিতি পেয়েছি। তিনি আমার ওস্তাদ। এরপর দেলোয়ার জাহান ঝন্টুর ম্যাক্সিমাম ছবিতে আমি ফাইটে কাজ করেছি।
জয়পুরহাটে জন্ম গাঙ্গুয়ার। ৮ ভাই ৪ বোনের মধ্যে সবার ছোট গাঙ্গুয়া। গাঙ্গুয়ার ৪৩ বছরের চলচ্চিত্র জীবনের উপলব্ধি মানুষের কাছে নিজের পরিচিতি। এছাড়া কিছু অ’প্রাপ্তিও রয়েছে।
তিনি বলেন, শিল্পীদের জীবনে শেষে যোগফল শুন্য। আগে আমাদের লেখাপড়া কম ছিল। না বুঝেই যে কোনো কিছু করতাম। শুধু অভিনয় করে জীবনের শেষে এসে এজন্য ক’ষ্ট সইতে হয়। অবশিষ্ট বলে কিছু থাকেনা। কারণ অভিনয় সেক্টরে পেনশনের ব্যবস্থা নেই। শিল্পী চলচ্চিত্রে ৫০ বছর কাজের পর আরও ৩০ বছর বাঁচলে ওই পরের সময়টা তার ক’ষ্টে কাটে। কারণ তার সঞ্চয় থাকেনা। আমার কোনো ক’ষ্ট না থাকলেও চারপাশে ভাই বন্ধু অনেক ক’ষ্টে আছে। এজন্য মাঝেমধ্যে খুব খারাপ লাগে।
চলচ্চিত্রে ম’ন্দ মানুষ হলেও বাস্তবে গাঙ্গুয়া ঠিক তার উল্টো।
গাঙ্গুয়া বলেন, আমি নামাজ, রোজা পালন করি। সিনেমার বাইরে আর পাঁচটা মানুষের মতো সাধারণ আমি। আমার সংসার আছে। একমাত্র মেয়ে লেখাপড়া শিখেছে। একটি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া শেষ করে এখন একটি কোরিয়ান স্কুলে শিক্ষকতা করছে। আমার স্ত্রী গৃহিণীর পাশাপাশি বিউটিশিয়ান।
অভিনয় ছাড়া আমার কোনো পেশা নেই। সংসার জীবনে আমি ভীষণ সুখী একজন মানুষ। তবে আমার বন্ধুদের মধ্যে যারা আমার সঙ্গে কাজ করেছেন তারা এখন ভালো নেই। তাদের ভালো না থাকায় আমারও ক’ষ্ট হয়।
127