দিনাজপুরে কবর থেকে কঙ্কাল চুরি থামছেই না!

0

দিনাজপুর প্রতিনিধি:

ম’রেও যেন শান্তি নাই! কবরেও গিয়ে হাজির হচ্ছে তস্কর সম্প্রদায়। চুরি করে নিয়ে যাচ্ছে কঙ্কাল! দীর্ঘদিন ধরেই দিনাজপুরে চলছে কঙ্কাল চুরির কাজ। কিন্তু ধরা ছোঁয়ার বাইরেই থাকছে জড়িতরা।

গত ৩ দিনের ব্যবধানে কবরস্থান থেকে আরও বেশ কিছু কঙ্কাল চুরি খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সদরপুরে তুলা উন্নয়ন বোর্ড সংলগ্ন অ-রক্ষিত কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি গেছে বলে এলাকাবাসী শনাক্ত করে। কঙ্কাল চুরি হওয়া কবরগুলো অনেকদিনের পুরনো বলে জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের কবরস্থান থেকে ২২টি কঙ্কাল চুরির খবর আসে। এ নিয়ে এ ২টি কবরস্থান থেকে মোট ৩১টি কঙ্কাল চুরির খবর পাওয়া গেল।

এ বিষয়ে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে নির্জন এলাকার অ-রক্ষিত এসব কবরস্থান থেকে বিভিন্ন সময় এ কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

চিকিৎসাশাস্ত্রের শিক্ষার্থীদের পড়াশোনার কাজে মানুষের কঙ্কালের প্রয়োজনের প্রসঙ্গে তিনি বলেন, এত কঙ্কাল শিক্ষার্থীদের প্রয়োজন না হওয়ারই কথা।

প্রথমবারের মতো কঙ্কাল চুরির বিষয়টি দিনাজপুর পুলিশের কাছে আসায় কারা এসব কঙ্কাল ব্যবহার করে থাকে পুলিশ তার খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি।

এদিকে, ২২টির পর আরও ৯টি কঙ্কাল চুরির খবর ছড়িয়ে পড়ায় গ্রামবাসীর মধ্যে উৎ’কন্ঠা দেখা দিয়েছে।

সদরপুর গ্রামের মহিবুল হোসেন, ফরিদুল, মোবারক আলীসহ অন্যরা জানান, উত্তর শিবপুর কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর জেনে তারা তাদের এলাকার এ কবরস্থানে খোঁজ নিতে গিয়ে দেখেন সেখানেও কঙ্কাল চুরি হয়েছে।

তারা জানান, যেসব কবর একটু পুরোনো যেসব থেকেই কঙ্কাল চুরি হয়েছে। নতুন কবরগুলো এখনও অক্ষ’ত রয়েছে।

এদিকে, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বর্তমানে একটি কঙ্কাল জোগাড় করতে ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ হয় বলে জানান দিনাজপুর জেনারেল হাসপাতালের আর এম ও ডা. সোহেল রানা।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!