আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার ভোররাতে মার্কিন ড্রোন হাম’লায় ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) কুদস্ ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেইমানি ইরাকে নিহ’ত হয়েছেন। হ’ত্যাকারীদের বিরু’দ্ধে সর্বোচ্চ প্রতিশো’ধ নেয়ার হুম’কি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
খামেনি বলেছেন, যেসব অপরাধী তাদের ডার্টি হাত দিয়ে গত রাতে জেনারেল সোলেইমানির র’ক্ত ঝরিয়েছে তাদের জন্য ভ’য়ঙ্কর প্রতিশো’ধ অপেক্ষা করছে। মেজর জেনারেল কাসেম সোলেইমানির হ’ত্যায় এক শোকবার্তায় এ হুঁশিয়ারি দিয়ে তিনি ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে জেনারেল সোলেইমানির গাড়িবহর লক্ষ্য করে ড্রোন হাম’লা চালায় যুক্তরাষ্ট্র। হাম’লায় আয়াতুল্লাহ আলি খামেনির পর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির চেয়েও বেশি ক্ষমতাধর জেনারেল সোলেইমানিসহ আরও বেশ কয়েকজন নিহ’ত হন।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিশ্বের কুচ’ক্রি ও শ’য়তান রাষ্ট্রগুলোর বিরু’দ্ধে অনেক বছর ধরে একনিষ্ঠ ও বীরোচিত জি’হাদ চালিয়ে গেছেন জেনারেল সোলেইমানি। শাহাদাতের যে আকাঙ্ক্ষা তিনি পোষণ করতেন শেষ পর্যন্ত সেই মর্যাদায় তিনি অধিষ্ঠিত হলেন। তার র’ক্ত ঝরেছে মানবতার সবচেয়ে বড় শত্রু যুক্তরাষ্ট্রের হাতে।
জেনারেল সোলেইমানি হ’ত্যার প্রতিশো’ধ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে খামেনি বলেন, সব শত্রুরই জেনে রাখা উচিত, প্রতিরো’ধ বাহিনীর জি’হাদ দ্বিগুণ উদ্যমে অগ্রসর হবে এবং অবশ্যই পবিত্র এ যু’দ্ধে যো’দ্ধাদের জন্য নিশ্চিত বিজয় অপেক্ষা করছে।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সোলেইমানি হ’ত্যার বদ’লা নিতে ইরান ও প্রতিরো’ধ বাহিনী প্রস্তুত রয়েছে। কাজেই সব বন্ধু ও শত্রুর জেনে রাখা উচিত জেনারেল সোলেইমানির শাহাদাতের পর দ্বিগুণ উৎসাহে প্রতিরো’ধ আন্দোলন এগিয়ে যাবে এবং এই আন্দোলনের বিজয় অনিবার্য।
এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ সোলেইমানি হ’ত্যাকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সন্ত্রা’সবাদ হিসেবে অভিহিত করে এর তীব্র নি’ন্দা জানান। তিনিও যুক্তরাষ্ট্রকে প্রতিশো’ধের হুম’কি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে তার এই দুর্বল বিপ’জ্জনক কাজের সমস্ত পরি’ণতির জন্য দায়ভার বহন করতে হবে।
171