আন্তর্জাতিক ডেস্ক:
সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাস হওয়ার সঙ্গে সঙ্গে জম্মু-কাশ্মীরে এটি কার্যকর হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় এক মন্ত্রী।
তিনি বলেন, নতুন আইনে সংখ্যালঘু ৬টি সম্প্রদায়ের নাগরিকত্বের নিশ্চয়তা দেয়া হলেও মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা এ সুযোগ পাবেন না। নতুন আইন পাস হওয়ায় সরকারের পরবর্তী পদক্ষেপ হবে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো।
শুক্রবার কাশ্মীরের শ্রীনগরে সরকারি এক অনুষ্ঠানে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে আলোচনার সময় এসব কথা বলেন মন্ত্রী জিতেন্দ্র সিংহ।
তিনি বলেন, সংসদে বিল পাশ হয়ে যাওয়ার দিন থেকেই জম্মু-কাশ্মীরে সিএএ কার্যকর হয়েছে। এ নিয়ে কোনও যদি, কিন্তু নেই। এবার রোহিঙ্গাদের প্র’ত্যাবাসনের ব্যাপারে ব্যবস্থা নেবে সরকার।
পশ্চিমবঙ্গ থেকে ভারতের বেশ কয়েকটি রাজ্য পেরিয়ে কীভাবে রোহিঙ্গারা দেশটির উত্তরাঞ্চলের কাশ্মীরে পৌঁছাল সে ব্যাপারে তদন্তের দাবি জানিয়েছেন এই মন্ত্রী।
জিতেন্দ্র সিংহ বলেন, রোহিঙ্গাদের প্র’ত্যাবাসনের পরিকল্পনা কি হবে কেন্দ্রীয় সরকার এখন সেবিষয়ে চিন্তা-ভাবনা করছে। প্রয়োজনে বায়োমেট্রিক পরিচয়পত্র দেয়া হবে। কারণ নতুন নাগরিকত্ব আইনে রোহিঙ্গাদের বিষয়ে কোনো কিছুই বলা হয়নি।
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনে পাকিস্থান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপী’ড়নের শি’কার হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ এবং পার্সিদের নাগরিকত্ব দেয়ার কথা বলা রয়েছে। মিয়ানমারের রোহিঙ্গাদের ব্যাপারে কিছু বলা হয়নি।
জিতেন্দ্র সিংহ বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পরিকল্পনা চলছে। তাদের একটি তালিকা তৈরি করা হবে। প্রয়োজনে বায়োমেট্রিক পরিচয়পত্রও করা হবে। কারণ সংশোধিত নাগরিকত্ব আইনে রোহিঙ্গাদর কোনও সুবিধা দেয়ার কথা বলা হয়নি। প্রতিবেশি ৩ দেশে ধর্মীয় নিপী’ড়নের শি’কার যে ৬টি সম্প্রদায়কে নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে, রোহিঙ্গারা তাদের মধ্যে পড়ে না।
তিনি বলেন, তারা (রোহিঙ্গারা) সংখ্যালঘু ৬টি সম্প্রদায়ের মধ্যে পড়ে না। এমনকি তারা প্রতিবেশি এই ৩ দেশের নাগরিকও নয়। রোহিঙ্গারা মিয়ানমার থেকে এসেছে এবং সেখানেই তাদের ফেরত পাঠানো হবে।
ভারতের ক্ষমতাসী বিজেপি নেতৃত্বাধীন সরকার বলছে, জম্মু এবং সাম্বা জেলায় রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশিসহ মোট ১৩ হাজার ৭০০ বিদেশি রয়েছেন। ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত এ ২ জেলায় রোহিঙ্গা এবং বাংলাদেশিদের সংখ্যা প্রায় ৬ হাজার বৃদ্ধি পেয়েছে।
গত ১১ ডিসেম্বর ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয়ে যাওয়ার পর দেশটির বিভিন্ন প্রান্তে ব্যাপক বিক্ষো’ভ অনুষ্ঠিত হয়। বিত’র্কিত এই নাগরিকত্ব আইনের বিরো’ধীতায় শুরু হওয়া বিক্ষো’ভে এখন পর্যন্ত ২৫ জনের প্রা’ণহানি ঘটেছে।
ভারতের ক্ষমতাসীন বিজেপি, জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যানথার্স পার্টি (জেকেএনপিপি), বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় সমাজসেবকসহ দেশটির অন্যান্য বেশ কিছু সংস্থা দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে।
সূত্র: ইন্ডিয়া টুডে।