কুড়িগ্রামে বিপিএল ক্রিকেট নিয়ে বাজি, আটক ৮৯ জন

0

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ নিয়ে বাজি ধরায় ৮৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৮ হাজার ৭৮০ টাকা, ২১টি মোবাইল সেট, ৭টি টিভি ও ১টি ক্যারম বোর্ড জ’ব্দ করা হয়। আটকদের বিরু’দ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জানান, শুক্রবার (৩ জানুয়ারি) কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও উলিপুর থানা পুলিশ এবং ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপিএল ক্রিকেট নিয়ে বাজি ধরায় ৮৯ জনকে আটক করে। এদের মধ্যে উলিপুর উপজেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রবেশনার, উলিপুর সার্কেল) আল মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করা হয়।

এদের মধ্যে হাতিয়া ইউনিয়নের চৌমহনী থেকে ৪ জন, ধামশ্রেণি ইন্দ্রারপাড় থেকে ৭ জন ও পৌরসভার কাজিরচক থেকে ২২ জনকে আটক করা হয়। এ সময় ১৮টি মোবাইল সেট, ৩টি টিভি ও ১টি ক্যারম বোর্ড জ’ব্দ করে পুলিশ।

এছাড়াও ডিবি পুলিশ উলিপুর উপজেলার ময়নার বাজারে মোনায়েমের হোটেলে অভিযান চালিয়ে বিপিএল নিয়ে জুয়া খেলা অবস্থায় ১৯ জন আটক করে।

অপরদিকে নাগেশ্বরী উপজেলায় এএসপি (প্রবেশনার) আশরাফ আলীর নেতৃত্বে উপজেলার মনিয়ারহাট, কান্দুরাহাট ও দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়াড়িসহ ৩টি মোবাইল ও ২টি টিভি জ’ব্দ করেছে পুলিশ।

এদিকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তঅ (ওসি) মাহফুজার রহমানের নেতৃত্বে সদর উপজেলার কাঁঠালবাড়ী থেকে ১৮ জন ও মোগলবাসা থেকে ২৮ জনকে আটক করা হয়েছে। এ সময় ১টি টিভি ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, বিভিন্ন জায়গা থেকে আমরা অভিযোগ পাচ্ছি। এই অভিযান অ’ব্যাহত থাকবে। আটকদের বিরু’দ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

মাটির নিচে মিলল মুক্তিযু’দ্ধের সময়ের বন্দুক!

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইটভাটার জন্য মাটি খননের সময় ৩ রাউন্ড গু’লি, ১টি ব্যবহৃত গু’লির খোসাসহ ১টি প’রিত্যক্ত ব’ন্দুক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ মাটিয়ারপাড়া এলাকা থেকে ব’ন্দুকটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাটিয়ারপাড়া এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বাবুর জমিতে মাটি খননের সময় প’রিত্যক্ত অবস্থায় ব’ন্দুকটি দেখতে পান শ্রমিকরা। পরে শ্রমিকরা দেবীগঞ্জ থানায় বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গু’লিসহ ব’ন্দুকটি থানায় নিয়ে যায়।

দেবীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আকবর আলী বলেন, ব’ন্দুকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযু’দ্ধের পর বন্দুকটি কেউ পুঁতে চলে গেছে। তবে বিষয়টি তদন্ত চলছে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!