কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের হ্নীলার জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়া-বাসহ ২ রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হ্নীলার জাদিমোরা ওমর খাল ব্রীজের উত্তর পশ্চিমে খোলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়া-বা জ’ব্দ ও তাদের আটক করে র্যাব।
আটকরা হলেন- টেকনাফের দমদমিয়া ন্যাচার পার্ক ডি-ব্লকের ২৭ নম্বর ক্যাম্পের পুরাতন রোহিঙ্গা ফজল হকের ছেলে আবদুল লতিফ (২২) ও একই ক্যাম্পের হোসেন আহমদের ছেলে জাবেদ ইকবাল (২১)।
র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব জানান, হ্নীলার জাদিমুড়া ওমর খাল ব্রীজের উত্তর পশ্চিমে খোলা মাঠ এলাকা দিয়ে ইয়া-বার চালান ঢুকছে, এমন খবর পেয়ে অভিযানে যায় র্যাবের একটি চৌকস দল। রাস্তার কিনারা ধরে অপেক্ষমান ২ যুবকে আটক করা হয়। এ সময় জিজ্ঞাসা’বাদে তাদের দেখিয়ে দেয়া স্থান থেকে দেড় লাখ পিস ইয়া-বার বিশাল চালান জ’ব্দ করা হয়।
তিনি আরও জানান, তাদের বিরু’দ্ধে মা’দক আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করার কাজ চলছে।
বিজিবির সঙ্গে ১৫ মিনিট গোলাগু’লি, ইয়া-বা ব্যবসায়ী ২ রোহিঙ্গা নিহ’ত
কক্সবাজারে বিজিবির সঙ্গে গোলাগু’লিতে ২ ইয়া-বা ব্যবসায়ী সন্ত্রা’সী নিহ’ত হয়েছে। নিহ’তরা রোহিঙ্গা বলে জানিয়েছে বিজিবি। এ সময় ২০ হাজার ইয়া-বা ও এক নলা ১টি রাই’ফেলসহ ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়িরবিল এলাকায় বিজিবি ও ইয়া-বা ব্যবসায়ীদের মধ্যে এ গোলাগু’লির ঘটনা ঘটে। নিহ’তদের ডেডবডি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহ’তরা হলেন- মিয়ানমারের উনচিপ্রাং এলাকা থেকে উখিয়া রোহিঙ্গা শিবিরের ২২নং ব্লকে আশ্রয় নেয়া মো. সুলতান আহমদের ছেলে মো. ইসমাইল (২৮) ও মো. আবু সৈয়দের ছেলে মো. হেলাল উদ্দিন (২০)।
লে. কর্নেল আলী হায়দার আজাদ আরও বলেন, এ ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়। নিহ’ত একজনের পকেট থেকে উদ্ধারকৃত ইউএনএইচসিআর প্রদত্ত আইডি কার্ড দেখে ইসমাইল এবং রোহিঙ্গা বলে জানা যায়।