বিশেষ প্রতিবেদন:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন-চতুর্থাংশ আসনে বিজয়ী হওয়ার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগ। সে হিসেবে বর্তমান সরকারের ১ বছর পূর্ণ হলো আজ। গত ১০ বছরের ধারাবাহিকতায় এগিয়ে চলছে দেশের উন্নয়ন ও অগ্রগতি। তবে সাফল্য সত্ত্বেও চলতি মেয়াদে সরকারকে বারবার বিব্র’তকর অবস্থায় পড়তে হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বেশ কয়েকজন মন্ত্রীর ব্যর্থতার কারণেই সরকারের সফলতাগুলো চাপা পড়ে যাচ্ছে। সরকারের ১ বছর পূর্তিতে বিভিন্ন পর্যবেক্ষণে উঠে এসেছে এমন ৫ ব্যর্থ মন্ত্রীর নাম।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
ব্যর্থ মন্ত্রীদের তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে শীর্ষে থাকছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং পেঁয়াজের দামের বিশ্বরেকর্ড টিপু মুনশিকে ব্যর্থতার তালিকায় শীর্ষে রেখেছে। টিপু মুনশি নিজেও তার ব্যর্থতার কথা অ’স্বীকার করেননি। তিনি বলেছেন, পদত্যাগ ১ সেকেন্ডের বিষয়। তিনি পদ’ত্যাগ করুন বা না করুন তবে মন্ত্রী হিসেবে যে তিনি ব্যর্থ সে ব্যাপারে আওয়ামী লীগের ভেতরে বাইরে কারোরই কোনো সন্দেহ নেই।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বর্তমান সরকারের অন্যতম ব্যর্থ মন্ত্রী। খাদ্য পরিস্থিতি, বাজার পরিস্থিতি নিয়ে পুরো দেশ যখন উ’দ্বিগ্ন, তখন খাদ্যমন্ত্রীকে নি’র্লিপ্ত থাকতেই দেখা গেছে। খাদ্য মজুদ এবং সরবারহের বিষয় নিয়েও তার মন্ত্রণালয়ের কোন রকম দায়িত্বপূর্ণ আচরণ জনগণ দেখেনি। তার মন্ত্রণালয়ের এই ব্যর্থতার দায়ভার পুরো সরকারকেই বইতে হচ্ছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হিসাব ভিন্ন। অধিকাংশ ক্ষেত্রেই তাকে সফল বলা হয়। এনমনকি বিশ্বের শীর্ষ অর্থনীতিবিষয়ক পত্রিকা দ্য ব্যাংকার তাকে ২০১৯ সালের বিশ্বের সেরা অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে তার যৌক্তিক এবং যথাযথ পদক্ষেপগুলোর কারনে। তবে তার নিয়ন্ত্রণের বাইরেই থেকে গেছে ঋ’ণখেলাপিরা। তিনি দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছিলেন ঋ’ণখেলাপির সংখ্যা আর বাড়বে না। তবে সেই সংখ্যা বেড়েই চলেছে এবং মন্ত্রীও নানা ধরণের বিবৃতি দিয়ে যাচ্ছেন। শেয়ার বাজারও নিয়ন্ত্রণহীন। শেয়ার বাজারে গতি ফেরাতে কোনো ঘোষণাই কাজে আসেনি।
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন
বাংলাদেশ এখন বায়ুদূষণে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। বন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে নানা রকম কথাবার্তা হলেও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন নি’র্বিকার। মন্ত্রী হিসেবে তাকে এই বিষয়গুলো নিয়ে কোনো উদ্যেগ গ্রহণ করতে দেখা যাচ্ছে না। এজন্য ব্যর্থ মন্ত্রীদের তালিকায় তার নামটা থাকছেই।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ব্যর্থ মন্ত্রীদের তালিকায় আরেকজন। একের পর এক রেল দুর্ঘটনা, রেল নিয়ে নানান নৈ’রাজ্য এবং নজির-বিহীন সময় বিভ্রা’ট রেলকে এক নতুন সং’কটের মুখে ফেলেছে। ঢাক ঢোল পিটিয়ে রেল সপ্তাহ পালন করেও রেলের নৈ’রাজ্যের কোনো পরিবর্তন আনা যায়নি। এক্ষেত্রে রেলমন্ত্রী ব্যর্থ মন্ত্রী হিসেবেই পরিচিত পেয়েছেন।
এই ৫ মন্ত্রীর নানা ব্যর্থতার কারণে সরকার গত ২ মেয়াদে যে রকম সাফল্য অর্জন করেছিল এবং উন্নয়নের যে গতির সূচনা হয়েছিল, ৩য় মেয়াদে এসে তা অনেকটাই ম্লা’ন হয়ে যাচ্ছে। পুরো রাষ্ট্রযন্ত্রকেই এই মন্ত্রীদের ব্যর্থতার ভার বহন করতে হচ্ছে।
430