৪টি কাউন্টডাউন ঘড়ি বসেছে চট্টগ্রামে, ব্যয় দেড় কোটি

0

চট্টগ্রাম ব্যুরো:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরে বসানো হয়েছে ৪টি কাউন্টডাউন ঘড়ি। এর মধ্যে ১টি এ ক্যাটাগরির এবং ৩টি বি ক্যাটাগরির।

সবেচেয়ে বড় ঘড়িটি বসানো হয়েছে আন্দরকিল্লার নগর ভবন চত্বরে। সার্কিট হাউসের সামনে আউটার স্টেডিয়ামে, আদালত ভবন ও শাহ আমানত সেতু এলাকায় বসানো হয়েছে আরও ৩টি ঘড়ি।

এ ক্যাটাগরির ক্লকের ক্ষেত্রে স্থাপন ও ১০০ দিন পর্যন্ত ব্যবস্থাপনায় ব্যয় হবে ৪৯ লাখ ৩০ হাজার ৬০৯ টাকা, আর প্রতিটি বি ক্যাটাগরির ক্লকের ক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ ৮২ হাজার ৮২৩ টাকা। ৪টি কাউন্ট ডাউন ক্লকের জন্য চসিকের ব্যয় হচ্ছে ১ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৭৮ টাকা।

আগামী ১০ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্র’ত্যাবর্তন দিবসে তার জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুজিববর্ষের কাউন্টডাউনের প্রধান ঘড়িটি থাকবে কুর্মিটোলার পুরাতন বিমানবন্দরে। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ ৮৩টি স্থানে থাকবে কাউন্টডাউন ঘড়ি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিশ্বনেতারা আসছেন, আমন্ত্রিত নয় পাকিস্থানের কেউ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যোগ দিতে সম্মতি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, জাতিসংঘের সাবেক প্রেসিডেন্ট বান কি মুন, ওআইসির সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমেদ আল-ওথাইমিন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদসহ বেশ বিশ্বের প্রভাবশালী ও ক্ষমতাধর কয়েকজন বিশ্বনেতা।

তবে এই অনুষ্ঠানে পাকিস্থানের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি প্রধানমন্ত্রী ইমরান খানকেও নয়।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপ-কমিটির সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

ড. মোমেন বলেন, যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আমাদের কাজের বেশ কিছু অগ্রগতিও হয়েছে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের ৭৭টি মিশনে তিনশ’র মতো অনুষ্ঠানের আয়োজন করা হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভুটানের রাজা, ওআইসি সেক্রেটারি জেনারেল, মাহাথির মুহাম্মদ, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনসহ বিশ্বনেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

পরাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্সও অনুষ্ঠানে যোগ দেবেন বলে আমরা আশাবাদী। সারা বছরজুড়ে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানে বিশ্বনেতারা যোগ দেবেন, যোগ দেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মদ।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যে ৩টি বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে আমরা একটি বঙ্গবন্ধু সেন্টার স্থাপন করেছি। পাকিস্থানের মিশনে আমরা বঙ্গবন্ধুর বড় একটি ম্যুরাল স্থাপন করছি। ৪টি দেশের বড় বড় শহরে বঙ্গবন্ধুর নামে রাস্তার নামকরণ করা হচ্ছে।

উপ-কমিটির সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!