সময় এখন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধ-র্ষণের ঘটনার সাথে জড়িত ১ জনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাতে র্যাব সদর দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, ১ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে সকালে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
আমরা এখন অভিযান শুরু করব। আশা করা যায় রাতেই একটি ফলাফল পাওয়া যাবে। কিছু একটা ভালো খবর দেওয়া যাবে,- এমনটাই জানালেন র্যাবের এই কর্মকর্তা।
আটককৃত ব্যক্তির সাথে এ ঘটনার সংশ্লিষ্টতা আছে কি না- এ ব্যাপারে প্রশ্ন করা হলে র্যাবের অপর এক কর্মকর্তা বলেন, মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গী থেকে ১ যুবককে জিজ্ঞাসা’বাদের জন্য র্যাব আটক করে সদর দপ্তরে নিয়ে আসে। জিজ্ঞাসা’বাদ শেষে র্যাব নিশ্চিত হয়- এই ঘটনার সঙ্গে ওই যুবকের সংশ্লিষ্টতা রয়েছে।
এ সংক্রান্ত বিষয়ে র্যাব বুধবার সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে আশ্বস্ত করেন র্যাব কর্মকর্তা।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাশেম বলেন, ভিক্টিম শিক্ষার্থীর দেওয়া বর্ণনা অনুযায়ী অপরাধীর চেহারার একটি স্বচ্ছ ধারণা পাওয়া গেছে।
প্রসঙ্গত, গত রবিবার রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধ-র্ষণ করে অ’জ্ঞাত এক যুবক। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অ’জ্ঞাত এক যুবককে আসামি করেছেন।
ওই মামলায় বলা হয়েছে, যুবকটির বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। স্বাস্থ্য মাঝারি। ঘটনার সময় তার চুল ছোট ছোট ছিল। স্যান্ডেল পরা এই যুবকের পরনে পুরাতন জিন্সের প্যান্ট ছিল। গায়ে ছিল ময়লা কালো রংয়ের ফুলহাতা জ্যাকেট।
সিআইডির ক্রাইম সিন বিভাগ ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে। ওই ছাত্রীর চিকিৎসায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মেডিক্যাল বোর্ড গঠন করেছে।
স্বাস্থ্য পরীক্ষার পর ঐ ছাত্রীকে ধ-র্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।