পেট্রোবাংলা ও রাজউকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার

0

সময় এখন ডেস্ক:

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া আরও কয়েকটি পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব আবুল বাশার মোহাম্মদ আব্দুল ফাত্তাহকে পেট্রোবাংলার চেয়ারম্যান করা হয়েছে।

আর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাঈদ নূর আলমকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাটির চেয়ারম্যান করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. ফসি উল্লাহকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রইছ উদ্দিনকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) করা হয়েছে।

আর বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) শেখ মিজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

এছাড়া চা বোর্ড চট্টগ্রামের সদস্য (অতিরিক্ত সচিব) মোহাম্মদ এরফান শরিফকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য; জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. কামরুল হাসানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য;

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) কাজী মনোয়ার হোসেনকে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব আইনুল কবিরকে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।

‘বঙ্গবন্ধুর ঋ’ণ পরিশোধ হবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে’

বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য দেশের মানুষকে একত্রিত করেছেন। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। তার কাছে আমরা ঋ’ণী। আমরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এই ঋ’ণ শোধ করার চেষ্টা করতে পারি।

রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সারা বিশ্বকে বোঝাতে সক্ষম হয়েছে কেন পাকিস্থানের সঙ্গে আমাদের একসঙ্গে যায় না। দেশের সব বাঙালিকে এক করে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করলেন। বঙ্গবন্ধু আমাদের এনে দিয়েছেন লাল-সবুজের বাংলাদেশ।

মন্ত্রী বলেন, যারা আমাদের সংগ্রাম দূর থেকে দেখেছে তারাও দেখেছে কীভাবে নি’ষ্পেষিত ছিলাম। আমাদের ওপর অ’ন্যায় করা হতো এটা ছিল পরিষ্কার। সেটা থেকে বের হয়ে আসার জন্য অনেকেই কাজ করেছে। তবে পরিষ্কারভাবে বলা এবং সামনে নিয়ে আসা এবং মানুষকে একত্রিত করা জন্য কাজ করেছে একজনই। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ২৫ মার্চ পাকিস্থানিরা তাকে ধরে নিায়ে যায়। বাকি সময় পাকিস্থানিদের হাতেই ব’ন্দী ছিলেন বঙ্গবন্ধু। সেখান থেকে ফিরে আসা, জনগণের মাঝে ফিরে আসা, এটা একটা বিরাট ঘটনা। বঙ্গবন্ধুর প্রতি আমাদের ঋ’ণ আছে তিনি নেতৃত্ব না দিলে আমরা স্বাধীন থাকতে পারতাম না। স্বাধীনতাহীন জীবন খুবই লজ্জার ও অ’পমানের। এটা খুবই দু’র্দশার একটা জীবন। সেই জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!