৮ টাকার ইনজেকশন বিক্রি ১০০ টাকায়, জরি’মানা ২২ হাজার

0

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল গেট এলকায় বেশ কিছুদিন ধরেই ল্যাসিক্স ২০ এমজি নামক ইনজেকশনে অতিরিক্ত দাম রাখা হচ্ছিল। জীবন রক্ষাকারী এই ইনজেকশনটির বিক্রয় মূল্য ৮ টাকা ২০ পয়সা হলেও শর্ট সাপ্লাইয়ের অজুহাত দিয়ে অসহায় রোগীদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম আদায় করছিল ফার্মেসিগুলো।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে জুয়েল সরকার নামে একজন ও’ষুধ ক্রেতার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল গেটের অন্বেষা ফার্মেসিতে তদারকি চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তদারকি শেষে অন্বেষা ফার্মেসির পক্ষে রনেশ কুমার দাস অভিযোগের সত্যতা স্বীকার করলে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরি’মানা করে অধিদপ্তর।

এ সময় উপস্থিত সবার সামনে অভিযোগকারী জুয়েল সরকারকে ২৫ শতাংশ পুরস্কার হিসেবে ৩ হাজার টাকা দেওয়া হয়।

একই সময়ে ম্যাজিস্ট্রেটের সামনে মো. মকসুদ আলী নামে আরেক ক্রেতা অভিযোগ করেন যে, পার্শ্ববর্তী আল আমিন ফার্মেসিতেও একই ও’ষুধের দাম তার কাছ থেকে রাখা হয়েছে ৬০ টাকা। এ সময় ওই ক্রেতার লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযোগটি প্রমাণিত হলে আল আমীন ফার্মেসিকে আরও ১০ হাজার টাকা জরি’মানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এ জরি’মানা করেন।

তিনি বলেন, কোনো ধরনের অজুহাত দিয়ে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ও’ষুধ বিক্রি করা যাবে না। ভবিষ্যতে যদি কোনো ফার্মেসি অতিরিক্ত দামে ও’ষুধ বিক্রি করে থাকে তবে তার বিরু’দ্ধে জরি’মানাসহ লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।

ঘিরে রাখা বাড়ি থেকে ‘নব্য জেএমবি’ সদস্যের স্ত্রী আটক

সাভারের আশুলিয়ার গকুল নগর এলাকায় জ’ঙ্গি সন্দেহে ঘিরে রাখা একটি ২ তলা ভবন থেকে শাইলা শারমীন (২৫) নামে এক নারীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। তিনি নব্য জেএমবির আইটি সদস্য তানভীরের স্ত্রী বলে জানা গেছে।

সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।

এর আগে, বিকেল ৫টা থেকে গকুল নগর বাজারের পাশে প্রবাসী আক্তার হোসেনের বাড়িটি ঘিরে রাখা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার জানান, বগুড়া পুলিশের সহায়তায় আমাদের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এই বাড়িটির সন্ধান পান যে এখানে নব্য জেএমবির সদস্যরা তাদের কার্যক্রম চালাচ্ছে।

পরে আজ বিকেল থেকে অভিযান চালিয়ে নব্য জেএমবির সদস্য তানভীরের স্ত্রী শাইলা শারমীনকে আটক করা হয়। সেই সঙ্গে বাসায় তল্লাশি করে আমরা কিছু পেট্রল বো’মা, স্বয়ংক্রিয় কিছু সরঞ্জামাদি, খেলনা পি’স্তলসহ দূর থেকে হাম’লা চালানোর মত সরঞ্জামাদি পেয়েছি।

তিনি আরও বলেন, ২ বছর ধরে ২ তলা এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। জানুয়ারির প্রথম দিকে তানভীর ও শাইলা দম্পতি এই বাড়িটি ভাড়া নেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনলজি (আই আই টি) বিভাগের শিক্ষার্থী তানভীর।

তানভীর নব্য জেএমবির আইটি সদস্য। তাকে ধরতে আমাদের অভিযান অ’ব্যাহত থাকবে বলে জানান ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার।

শেয়ার করুন !
  • 1.2K
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!