আমি মেয়র হলে নগর ভবন ২৪ ঘণ্টা খোলা রাখব: তাপস

0

সময় এখন ডেস্ক:

রাজধানীবাসীর জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেছেন, আমাকে ভোট দিলে, আমাকে মেয়র নির্বাচিত করলে নগর ভবন ২৪ ঘণ্টা খোলা রাখব জনগণের স্বার্থে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঢাকা দক্ষিণের কামরাঙ্গীরচরের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালানোর আগে ঝাউচর এলাকায় সংক্ষিপ্ত এক পথসভায় এসব প্রতিশ্রুতি দেন তিনি।

পথসভায় সিটি কর্পোরেশনে নতুন সংযোজিত ওয়ার্ডগুলো ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন তাপস। এ সময় ৫৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নুরে আলম এবং ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শেফালী বেগমের পক্ষে ভোট ও দোয়া চান তিনি।

তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আমরা উন্নত সিটি কর্পোরেশনে পরিণত করব এবং ঢাকাকে উন্নত নগরে রূপান্তর করব। যদি নির্বাচিত হতে পারি তাহলে এই নগর ভবন ২৪ ঘণ্টা জনগণের জন্য খোলা থাকবে। নগর ভবনের অভিভাবক হিসেবে আমাকে পাঠানো হলে এই ঢাকাকে সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ৯০ দিনের মধ্যে নাগরিকদের সব মৌলিক চাহিদা নিশ্চিত করবো। সিটি কর্পোরেশন হবে দুর্নীতিমুক্ত। অবকাঠামো উন্নয়নে ৩ বছর শুধু সিটি কর্পোরেশন কাজ করবে। অন্য কোনো সংস্থাকে কাজ করতে দেয়া হবে না।

বিরো’ধীপক্ষের অভিযোগের বিষয়ে তাপস বলেন, আমরা কোনো আচরণবিধি ল’ঙ্ঘন করছি না। আচরণবিধি মেনেই আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। এই নতুন যাত্রায় আমরা বিশ্বাস করি, নৌকাকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে ঢাকাকে নবরূপ দেয়া হবে। জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আশা করছি উন্নত ঢাকা গড়ার পথে নবসূচনা হবে। আপনাদের সঙ্গে নিয়ে সুন্দর ও ঐতিহ্যবাহী ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।

আজকের প্রচারণায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, যুব মহিলা লীগের নেত্রী অপু উকিল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসনাত এবং সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও আওয়ামী লীগ, যুবলীগসহ অন্যান্য সহযোগী-অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন !
  • 692
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!