পাকিস্থান তো অনেক নিরাপদ, বাংলাদেশ অযথা ভয় পাচ্ছে: রমিজ

0

স্পোর্টস ডেস্ক:

মধ্যপ্রাচ্যের বর্তমান অ’স্থিরতায় পাকিস্থানে শুধুমাত্র টি-টোয়েন্টি খেলার সিদ্বান্তে অটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকার থেকে দীর্ঘ সময় পাকিস্থানে থাকার অনুমতি পায়নি বিসিবি।

গত ১২ জানুয়ারি বিসিবির কার্যনির্বাহী সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এই কথা সংবাদমাধ্যমকে জানান। তাই পাকিস্থানে থাকতে বা টেস্ট খেলার কোনো সুযোগ নেই। বাংলাদেশের এমন সিদ্ধান্তে হতবাক পাকিস্থানের এক সময়ের ক্রিকেট তারকা রমিজ রাজা। নিজের মনের মধ্যে থাকা ক্ষো’ভ ঝাড়তে সময়ক্ষেপণ করেননি।

ইউটিউবে এক ভিডিওতে বাংলাদেশের সমালোচনা করে রমিজ বলেন, আমি ঠিক বুঝলাম না মধ্যপ্রাচ্যের অ’স্থিরতার জন্য করাচি ও রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে বাংলাদেশের সমস্যা কেন হবে। আর তাই যদি কারণ হয় তবে তো এশিয়ার কোনো জায়গার অবস্থা ভালো না। এজন্য কি এশিয়ায় ক্রিকেট খেলা আয়োজন করা বাদ দিতে হবে? ইংল্যান্ডের রাস্তাঘাটে মানুষজনের উপর হাম’লা হচ্ছে, অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন ধরেই ভ’য়াবহ দাবানল চলছে। কিন্তু সেখানে ঠিকই ক্রিকেট খেলা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের বর্তমান অ’স্থিরতায় কারণ তুলে ধরেছে বিসিবি। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অ’স্থিরতায় পাকিস্থান নিরপেক্ষ থাকবে- এমন নিশ্চয়তা দেয়ার পরও বাংলাদেশ কেন সফরে আসতে চায় না তা মাথায় ঢুকছে না রমিজের, বাংলাদেশ যে যুক্তি দেখিয়েছে তা আমি বুঝতে পারছি না, যেখানে পাকিস্থানের সরকার এর মধ্যে বলেছে- মধ্যপ্রাচ্যের অ’স্থিরতা বাড়লে তারা কোনো পক্ষকে সমর্থন দেবে না, পুরোপুরিভাবে নিরপেক্ষ থাকবে। তারপরও কেন এমন কথা।

পাকিস্থান সফরে আসলে বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির সমমানের নিরাপত্তা দেয়া হবে সেটি আরও একবার মনে করিয়ে দেন রমিজ। সম্প্রতি শ্রীলঙ্কা দলকেও সেই নিরাপত্তা দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পাকিস্থান তো নিশ্চয়তা দিয়ে, সফরে বাংলাদেশ দলকে সফরকারী একজন রাষ্ট্রপতি সমমানের নিরাপত্তা দেওয়া হবে। সম্প্রতি শ্রীলঙ্কাকে সেই নিরাপত্তাই দেয়া হয়েছে এবং তারা প্রশংসাও করেছে। অনেক দেশের তুলনায় পাকিস্থান অনেক নিরাপদ। বাংলাদেশের ভয় অমূলক।

তবে শেষ পর্যন্ত আইসিসির হস্তক্ষেপের আশা করছেন রমিজ, আমার মনে হয়, আইসিসির এ ব্যাপারে নজর দেওয়া উচিত। পাকিস্থানে আম্পায়ার ও ম্যাচ পরিচালনাকারীদের পাঠাচ্ছে আইসিসি। তাই তারা ভালো করেই জানে, পাকিস্থানে ক্রিকেট খেলা এখন নিরাপদ।

পাকিস্থানের নিরাপত্তা বিষয়ে এই সাবেক ক্রিকেটারের ছেলে-ভুলানো কথার মাঝেই গত ১১ জানুয়ারি কোয়েটায় একটি মসজিদে আত্মঘা’তি বো’মা হাম’লায় ১৫ জন নিহ’ত হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন। নিহ’তদের মধ্যে মসজিদের ইমাম ও পুলিশের ডিএসপিও রয়েছেন।

শেয়ার করুন !
  • 146
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!