সময় এখন ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নির্বাচিত হলে মেয়র হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করবো। নাগরিক সেবা সাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য আমরা হটলাইন চালু করব। কোনো অভিযোগ থাকলে হট লাইনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন।
আজ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব) ৩ নম্বর গেট থেকে প্রচারণা শুরুর প্রাক্কালে তিনি এক পথসভায় এ কথা বলেন। এর আগে সকাল থেকেই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩ নম্বর গেটের সামনে হাজার হাজার নেতাকর্মী জমায়েত হন। এ সময় ‘নৌকা, নৌকা ও তাপস ভাই, তাপস ভাই’ স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, লালবাগের সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
তাপস বলেন, পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে মহাপরিকল্পনা গ্রহণ করবো। এর আগে কেউ পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণে এভাবে পরিকল্পনা গ্রহণ করেননি। ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করে পুরান ঢাকার ঐতিহ্যকে আমরা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি সেবা প্রদানকারী সংস্থা। নাগরিক সেবা নিশ্চিত করার জন্য আমরা ঢাকা সিটি কর্পোরেশনের দরজা ২৪ ঘণ্টা খোলা রাখবো।
তিনি বলেন, ঐতিহ্যের ঢাকাকে আমরা বাসযোগ্য ও সুন্দর ঢাকায় পরিণত করব। মশক নি’ধন, ময়লা আবর্জনা থেকে সবকিছু আমরা দৈনন্দিন ভিত্তিতে পরিচালনা করবো। সব সময় আমাদের এসব কার্যক্রম চলমান থাকবে।
আপনাদের সমর্থন পেয়ে যদি দায়িত্ব পাই, প্রথম ৯০ দিনের মধ্যে সকল মৌলিক নাগরিক সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে। আমরা নবসূচনা করতে চাই।
1K