সর্বোচ্চ সম্মানের সাথে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে চীন

0

সময় এখন ডেস্ক:

বাংলাদেশের স্বাধীনতার বি’পক্ষে অবস্থান নেয়া চীন এখন কালের ধারায় বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃত। দেশের বড় বড় মেগা প্রকল্পগুলোতে চীনের অংশীদারিত্বই সবচেয়ে বড়। বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্য সম্পর্কের সুফল ভোগ করছেন এ দেশের ব্যবসায়ীরাও। এই সুসম্পর্কের ধারা অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ চীন।

আর তাই গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘হ্যাপি চাইনিজ নিউ ইয়ার গালা ২০২০, চীন-বাংলাদেশ বন্ধুত্বের ৪৫তম বার্ষিকী ও মুজিববর্ষ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, চলতি বছর সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে চীন তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করবে। একইসঙ্গে এ বছর উদযাপিত হবে চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় লি জিমিং বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এবছরটি ‘মুজিববর্ষ’ হিসাবে উদযাপন করবে এবং এই মহামানবের প্রতি চীনা জনগণের সর্বোচ্চ গুরুত্ব ও শ্রদ্ধা প্রদর্শনের জন্য চীনা দূতাবাস আমাদের বাংলাদেশি বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উদযাপন করবে।

তিনি বলেন, উন্নয়ন কৌশল ও বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এর মধ্যে যৌথ সহযোগিতা বাড়াতে ৪৫তম বার্ষিকীকে একটা বিরাট সুযোগ হিসাবে গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে হাত বাড়াতে চীন প্রস্তুত রয়েছে।

লি জিমিং আরও বলেন, ২০১৯ সালে চীন-বাংলাদেশ জনগণ পর্যায়ে সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়ের চমৎকার উন্নয়ন ঘটেছে। এ সময় ৩৭ হাজারেরও বেশি বাংলাদেশি পর্যটক চীন ভ্রমন করেছে এবং ৫ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী চীনে পড়ালেখা করছে।

তিনি স্মরণ করেন, ১৯৫০ ও ১৯৬০ সালে তৎকালীন চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই দু’দফা ঢাকা সফর করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দু’বার চীন সফর করেছিলেন।

শেয়ার করুন !
  • 5.7K
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!