যুক্তরাষ্ট্রে পারমাণবিক অ’স্ত্র প্রযুক্তি হাতাতে গিয়ে ৫ পাকিস্থানি আটক

0

আন্তর্জাতিক ডেস্ক:

প্রযুক্তি চুরির অভিযোগে ফের বিপাকে পাকিস্থানে ইমরান খানের সরকার। পারমাণবিক অ’স্ত্র ও ক্ষেপণা’স্ত্র তৈরির প্রযুক্তি চুরি করতে গিয়ে যুক্তরাষ্ট্রের কাছে হাতেনাতে আটক হয়েছে ৫ পাকিস্থানি ব্যবসায়ী।

রাওয়ালপিন্ডির একটি সংস্থা ‘বিজনেস ওয়ার্ল্ড’ এর ৫ কর্মকর্তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় কূটনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা গেছে, আটক হওয়া ওই ৫ ব্যবসায়ী কানাডা, হংকং ও ইংল্যান্ডে থাকতেন। একটি আন্তর্জাতিক চক্রের মাধ্যমে পাকিস্থান অ্যাটমিক এনার্জি কমিশনকে তারা বিভিন্ন দেশের প্রযুক্তি সরবরাহ করে থাকে। এবার মার্কিন প্রযুক্তি সরবরাহ করতে গিয়েই ধরা পড়ে যায় ওই ৫ ব্যবসায়ী।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন সি ডেমার্স এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযুক্ত ব্যবসায়ীরা এমন জিনিস চুরি করতে যেয়ে আটক হয়েছে, যার ফলে পাকিস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অ’স্ত্র চুক্তির বিষয়টি খুবই বিপ’জ্জনক হয়ে যাবে।

আন্তর্জাতিক মহলের ধারনায় সেই অর্থে পাকিস্থানের নিজস্ব কোনও পরমাণু প্রযুক্তি নেই। পুরোটাই অন্যান্য দেশের প্রযুক্তি চুরি করে তৈরি হয়েছে পাকিস্থানের সমস্ত যু’দ্ধাস্ত্র।

আর এবার সেই ঘটনাই গোটা বিশ্বের সামনে এল। পাকিস্থানের এই প্রযুক্তি চুরির বিষয়টি নিয়ে অনেকবার সাবধানও করা হয়েছিল, কিন্তু এখনও যে তারা এই কর্মকাণ্ড চালিয়েই যাচ্ছে, তা প্রমাণিত হয়ে গেল। এ বিষয়ে ট্রাম্প প্রশাসন কী ব্যাবস্থা নেয় সেটাই দেখার অপেক্ষা।

এদিকে এ ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত পাকিস্থানি কমিউনিটির ওপর নিরাপত্তার খ’ড়গ নেমে আসতে পারে বলে ধারণা করছেন অনেকেই। তাদের ওপর বাড়ানো হতে পারে নজরদারি।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আটক পাকিস্থানি ৫ ব্যবসায়ীর পেছনে রয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই। তাদের দেয়া প্রশিক্ষণ এবং প্রযুক্তি ব্যবহার করে পাকিস্থানি এই নাগরিকরা বিভিন্ন দেশের সামরিক স্থাপনায় অনুপ্রবেশের চেষ্টা করে থাকতে পারে। রাষ্ট্রীয় মদদ এবং বড় অংকের ফান্ডিং ছাড়া এ ধরনের কাজ করা সম্ভব নয়।

শেয়ার করুন !
  • 48
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!