আন্তর্জাতিক ডেস্ক:
স্ত্রী ভেবে শাশুড়ির সঙ্গে হানিমুন যাত্রায় গেলেন যুবক। শেষ নয় এখানেই। সেই রাতে সম্পর্কের পর এক পর্যায়ে জামাইয়ের কল্যাণে সন্তান সম্ভবাও হয়ে পড়েন শাশুড়ি। তারপর?
বিষয়টি নিয়ে এখনও স’ন্দিহান স্থানীয়রা, হতবাক এলাকার লোকজন। কিছুতেই যেন তাদের মাথায় ঢুকছে না যে কীভাবে ঘটতে পারে এমন কাণ্ড! শাশুড়িকে কীভাবে নিজের বউ ভেবে ফেললেন আর সম্পর্কে জড়িত হয়ে পড়লেন, উঠছে এমন প্রশ্নও।
শোনা গেল, নতুন বিয়ের পর স্ত্রীকে নিয়ে হানিমুনে যাওয়ার কথা ছিল স্বামীর। সব কিছু প্রস্তুত। কিন্তু ঘরে একা কীভাবে থাকবেন বিধবা শাশুড়ি? লোকজনই বা কী বলবে, শাশুড়িকে একা বাসায় রেখে হানিমুনে চলে গেলে মেয়ে আর জামাই? এসব চিন্তা থেকে তাই শাশুড়িসহ রওনা হলেন হানিমুনে। তারপর ঘটে এ ঘটনা।
এবার একটু বিস্তারিতভাবে বলা যাক। এমন অদ্ভুত ঘটনাটি আদতে লন্ডনের। আর ওই ব্যক্তির নাম পল। স্ত্রী লরেনকে নিয়ে হানিমুনে রওনা দিয়েছিলেন। তবে বউ লরেনের মা একা হওয়ায় জামাই পল শাশুড়ি জুলিকেও সঙ্গে করে নিয়ে গেলেন হানিমুন ট্যুরে।
হানিমুনে গিয়ে তুমুল পার্টিতে মেতে উঠলেন পল, লরেন এবং জুলি। এরপর লরেন এবং জুলি মাতাল অবস্থায় মাঝরাতে যে যার রুমে ঢুকে পড়লেও পল একাই রয়ে যান হোটেলের পানশালায়।
আরও বেশি রাতে একেবারে চূড়ান্ত মাতাল অবস্থায় নিজের ঘরে ঢুকতে গিয়ে, ভুল করে ঢুকে পড়েন শাশুড়ির ঘরে। ঘর অন্ধকার থাকায় কিছুই নাকি দেখতে পাননি পল। তারপর অন্ধকারেই বুঝতে না পেরে শাশুড়ির সঙ্গে যৌ’নতায় মেতে ওঠেন জামাই পল। পরের দিন হুঁশ ফেরায় সবার চক্ষু তো চড়ক গাছ!
এ ঘটনার ১ মাস পেরোতেই, সন্তান সম্ভবা হয়ে পড়লেন পলের শাশুড়ি জুলি। এবার কী উপায়? জানা গিয়েছে, লোকলজ্জা থেকে বাঁচতে নাকি শাশুড়িকেও বিয়ে করে ফেললেন জামাই পল। নেটিজেনরা বলছেন কী অ’নাসৃষ্টি কাণ্ড!