আন্তর্জাতিক ডেস্ক:
চীনে করোনা ভাইরাসে আক্রা’ন্তের সংখ্যা প্রায় ১ লাখ। এমনই দাবি করেছেন উহানে কর্মরত এক নার্স। তবে দেশটির সরকার জানিয়েছে, আক্রা’ন্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।
মুখে মাস্ক ও শরীরে সুরক্ষিত স্যুট পড়ে চীনের উহানে করোনা ভাইরাসে আক্রা’ন্ত রোগীদের চিকিৎসা করছেন এমন এক নার্স দাবি করেছেন, এই ভাইরাসে আক্রা’ন্তের সংখ্যা ৯০ হাজার থেকে ১ লাখ।
ভাইরাল হয়ে যাওয়া এক ভিডিওতে ওই নারী বলেন, করোনা ভাইরাসের যেখানে আবির্ভাব, আমি সেখানে। আমি এখানে সত্য বলতে এসেছি। এই মুহূর্তে হুবেই প্রদেশে যার মধ্যে উহান শহর ও সারা চীনজুড়ে করোনা ভাইরাসে ৯০ হাজার জন আক্রা’ন্ত হয়েছে।
এছাড়া ওই নার্স সবাইকে সতর্ক করে বলেন, আমি সবাইকে বলতে চাই, যারা এই ভিডিও দেখছেন তাদের ঘর থেকে বাইরে বের হওয়া উচিৎ হবে না। কোনো পার্টি করবেন না, বাইরে কিছু খাবেন না। আপনারা এখন নিরাপদ থাকলে আগামী বছর (চীনা নতুন বছর ক’দিন পর) আপনাদের পরিবারের সঙ্গে সুস্থভাবে মিলিত হতে পারবেন।
সরকার কী বললো, আমি তা কেয়ার করি না। আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে সবাইকে জানাতে চাই, বলেন এই নার্স। এছাড়া তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, দয়া করে সবাই মাস্ক, গ্লাভস এবং পোশাক ডোনেট করুন।
ইতিমধ্যে এই নারীর ভিডিও ৩০ লক্ষ বারের বেশি বার দেখা হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রাণঘা’তী নতুন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছেন। চীনের নববর্ষের অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের নিয়ে করা এক বিশেষ বৈঠকে শি বলেন, দেশ মা’রাত্মক পরিস্থিতি’র মধ্যে দিয়ে যাচ্ছে।
এদিকে চীনের করোনা ভাইরাস ইতিমধ্যে ১১টি দেশে ছড়িয়ে পড়েছে। অস্টেলিয়া, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে বেশ কয়েকজন আক্রা’ন্ত হয়েছে বলে দেশগুলো নিশ্চিত করেছে।
এছাড়া চীনে করোনা ভাইরাসে মৃ’তের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে।
ডেইলি মেইল, বিবিসি
65