সময় এখন ডেস্ক:
গ্রীষ্মের ঝড়-বাদল শুরু হওয়ার আগেই কৃষকদের ধান কেটে ঘরে তুলতে হবে, হাতে সময় কম। লকডাউনের মধ্যে দেখা দিয়েছে শ্রমিক সং’কট। প্রধানমন্ত্রীর আহ্বান জানিয়েছেন, করোনার পর যেন দেশে দু’র্ভিক্ষ না হয়, তাই ছাত্ররা যেন কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়।
এই আহ্বানে সবার আগে এগিয়ে এসেছে ছাত্রলীগ। নেতাকর্মীদের দেখা যাচ্ছে কৃষকদের সাথে মাঠে কাজ করতে। তবে সচেতন মহলের প্রশ্ন- কৃষকদের নিয়ে রাজনীতি করা দেশের অনেক রাজনৈতিক এবং ছাত্র সংগঠন রয়েছে, তাদেরকে কেন দেখা যাচ্ছে না এমন উদ্যোগে সামিল হতে?
সারাদেশে ছাত্রলীগের মহতী উদ্যোগের কিছু অংশ:
রাজৈরে কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
করোনা ভাইরাস সংক্র’মণের কারণে চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধানকাটা শ্রমিক সং’কট দেখা দিয়েছে। এ অবস্থায় মাদারীপুরের রাজৈর উপজেলায় হতদরিদ্র ও বর্গা চাষিদের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে উপজেলার ২০ সদস্যের একটি দল কদমবাড়ি ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মুক্তিযো’দ্ধা নিখিল বিশ্বাস নামে এক কৃষকের ধান কেটে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন- রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম, সহসভাপতি শাহিন মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কবির সরদার ও জয় শিকদার, দপ্তর সম্পাদক ইমামুল হোসেন, সদস্য অমিত, আবির, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামিন্দ্র গাইন, সাধারণ সম্পাদক বলাই গাইন প্রমুখ।
এদিকে এই মহামা’রীর সময় বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী।
কৃষক মুক্তিযো’দ্ধা নিখিল বিশ্বাস বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েক দিন ধরে ধানকাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ অবস্থায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম তার দলীয় নেতাকর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।
এই ধান কেটে দেয়ায় আমার খুব উপকার হয়েছে। আমি উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম জানান, ওই কৃষক শ্রমিক সং’কটের কারণে ধান কাটতে পারছিলেন না। এমন খবর পেয়ে সকালেই আমার দলীয় নেতাকর্মীদের নিয়ে ধান কেটে কৃষকের বাড়িতে দিয়ে আসি। আমাদের এ ধরনের কাজ চলমান থাকবে।
নরসিংদীতে কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা
করোনা পরিস্থিতির মধ্যে নরসিংদীতে কৃষকের ধান কেটে দিচ্ছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানা গেছে, জেলা ছাত্রলীগের উদ্যোগে ভারপ্রাপ্ত সভাপতি মো. মিন্টু ও সাধারণ সম্পাদক রিমনের নেতৃত্বে নেতাকর্মীরা নরসিংদী সদর, পলাশ ও মাধবদীতে কৃষকের ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দিচ্ছেন।
করোনার কারণে সারা দেশেই শ্রমিক সং’কটে ধান কাটতে পারছেন না কৃষকরা। উচ্চ মজুরি দিয়েও তারা শ্রমিক পাচ্ছেন না। এতে তারা বিপাকে পড়েছেন। এর মধ্যে নরসিংদীতে ছাত্রলীগ নেতাকর্মীদের এমন উদ্যোগের কথা শোনা গেল।
এদিকে দেশের বিভিন্ন জেলায় ধান কাটতে না পেরে কৃষকরা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। প্রশাসন অন্য জায়গা থেকে শ্রমিক আনতে উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
নান্দাইলে কৃষকের ধান কেটে দিল পৌর ছাত্রলীগ
করোনায় শ্রমিক সং’কটের পরিস্থিতিতে কৃষকের ধান কেটে দিল ময়মনসিংহের নান্দাইল পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বুধবার নান্দাইল পৌর ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম সালামের নেতৃত্বে ২৪ জনের একটি দল পৌর সদরের কৃষক সোহাগ মিয়া ও দ্বীন ইসলামের ৬ কাঠা বোরো ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দেন।
কৃষকরা শুধু ধান কাটার জন্য কাস্তে দিয়ে সহযোগিতা করে পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দকে।
নিজ উদ্যোগে ধান কাটার সময় নান্দাইল পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মাসুম পারভেজ, ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি দিদার মোহাম্মদ হিরন, ছাত্রলীগ নেতা আবু হানিফ, আমিন, মোফাজ্জল, হিমেলসহ স্থানীয় পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর ছাত্রলীগের স্বেচ্ছায় এই ধান কাটায় কৃষকরা তাদের সাধুবাদ জানান।
এ বিষয়ে পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম জানান, স্বেচ্ছায় গরীব কৃষকদের ধান কাটা অ’ব্যাহত থাকবে।
দোয়ারাবাজারে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দের নির্দেশনায় দোয়ারাবাজারে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন উপজেলা ছাত্রলীগ কর্মীরা। বুধবার কৃষকের ২ বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, শ্রমিক সং’কটের কারণে মাঠের পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন উপজেলার কৃষকরা। বিষয়টি জানতে পেরে ঘরে বসে নেই দোয়ারাবাজারের ছাত্রলীগের কর্মীরা। বুধবার এক কৃষকের ২ বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন তারা।
জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম তানভীর রশিদ জানান, দেশের দুঃসময়ে ছাত্রলীগ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ দুঃসময়ে আরও কোনো কৃষক এমন সমস্যার মুখোমুখি হলে সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এ সহযোগিতা অ’ব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
ধান কাটার সময় উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব রানা, আবদুল মুকিত আকাশ, জাহিদ হাসান পাপন, আকাশ ফরাজী, কামরুজ্জামান বাবু, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সিরাজুর ইসলাম, মান্না মিয়া প্রমুখ।
424