স্বাস্থ্য বার্তা ডেস্ক:
করোনা ভাইরাস শনাক্ত করতে সারাদেশে মোট ২২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। সরাসরি যোগাযোগ করে নিজ নিজ এলাকা থেকে ল্যাবগুলোতে নমুনা পরীক্ষা করা যাবে। এগুলোর মধ্যে গত ৩ মে থেকে আইইডিসিআর শুধু গবেষণার জন্য নমুনা সংগ্রহ করছে।
দেশের যে ল্যাবগুলোতে পরীক্ষা চলছে তার তালিকা ও ফোন নম্বর দেওয়া হলো:
১. ঢাকার আইইডিসিআর। ফোন নম্বর: ০২-৯৮৯৮৭৯৬। ২. মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট। ফোন নম্বর: ০২-৮৮২১৩৬১। ৩. চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস। ফোন নম্বর: ০৩১-২৭৮০৪২৬। ৪. ঢাকা শিশু হাসপাতাল ও স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন (সিএইচআরএফ)। ফোন নম্বর: ০২-৪৮১১০১১৭। ৫. আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। ফোন নম্বর: ০৯৬৬৬-৭৭১১০০।
৬. ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ অ্যান্ড হেলথ সার্ভিসেস (আইডিইএসএইচআই)। মোবাইল নম্বর: ০১৭৯৩-১৬৩৩০৪। ৭. ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি মেডিসিন। ফোন নম্বর: ০২-৯১৩৯১৭। ৮. রংপুর মেডিকেল কলেজ। মোবাইল নম্বর: ০১৫২১-৬৩৩৮৮। ৯. রাজশাহী মেডিকেল কলেজ। মোবাইল নম্বর: ০১৭২১-৭৭২১৫০। ১০. ঢাকা মেডিকেল কলেজ। ফোন নম্বর: ০২-৫৫১৬৫০৮৮।
১১. ময়মনসিংহ মেডিকেল কলেজ। ফোন নম্বর: ০৯১-৬৬০৬৩। ১২. সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ফোন নম্বর: ০৮২১-৭১৩৬৬৭। ১৩. খুলনা মেডিকেল কলেজ। ফোন নম্বর: ০৪১-৭৬০৩৫০। ১৪. বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ। ফোন নম্বর: ০৪৩১-২১৭৩৫৪৭। ১৫. কক্সবাজার মেডিকেল কলেজ। মোবাইল নম্বর: ০১৮২১-৪৩১১৪৪।
১৬. ঢাকার আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি। মোবাইল নম্বর: ০১৭৬৯-০১৬৬১৬। ১৭. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। মোবাইল নম্বর: ০১৮৬৬-৬৩৭৪৮২। ১৮. ফরিদপুর মেডিকেল কলেজ। ফোন নম্বর: ০১৭১১৮৯৬৯৫৭ (অধ্যক্ষ), ০১৭১১৩৮০২৩২ (ল্যাব প্রধান)।
এর বাইরে ৪টি বেসরকারি হাসপাতালকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। হাসপাতালগুলো হচ্ছে:
১. এভারকেয়ার হাসপাতাল লিমিটেড (সাবেক এপোলো হাসপাতাল)। ২. স্কয়ার হাসপাতাল লিমিটেড। ৩. ইউনাইটেড হাসপাতাল লিমিটেড। ৪. নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।
উল্লেখ্য, ঢাকার ৩টি বেসরকারি হাসপাতালে (১-৩ নং) পরীক্ষার জন্য রোগীদের খরচ হবে সাড়ে ৩ হাজার টাকা। রূপগঞ্জের হাসপাতালে পরীক্ষার জন্য রোগীদের কোনো ফি দিতে হবে না।