লালমনিরহাট প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে মানহা’নিকর তথ্য প্রচার করায় আমিনুল হক রিপন (২৮) নামে ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
গভীর রাতে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি তার বাড়ি থেকে তাকে আটক করে র্যাব-১৩। আটক আমিনুল হক রিপন (২৮) ভেলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে তিনি।
এদিন সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র্যাব-১৩ রংপুর এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (সিপি এস সি) হাফিজুর রহমান।
তিনি জানান, দীর্ঘদিন থেকে আমিনুল হক রিপন ‘ছাত্রদল ইউনিয়ন শাখা’ নামে একটি ফেসবুক পেজ খুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নামে ফেসবুকে অ’শ্লীল ও মানহা’নিকর তথ্য প্রচার করে আসছেন। বিষয়টি জানার পর বুধবার ভোরে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ভেলাবাড়ি গ্রামে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় ওই যুবককে তার বাড়ি থেকে আটক করা হয়।
তার কাছ থেকে রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষু’ণ্ন হয় এমন তথ্যাদি সংযুক্ত ১০ পাতা ফটোকপি, ২টি মোবাইল ফোন সেট, ৪টি সিমকার্ড ও ১টি মেমোরিকার্ড উদ্ধার করা হয়। এ সময় তার ফেসবুক অ্যাকাউন্ট চেক করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে মিথ্যা ও অ’শ্লীল মানহা’নিকর তথ্য প্রচারের প্রমাণ পায় তারা। পরে তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসা’বাদে ওই যুবক তার অপরাধের কথা স্বীকার করেন বলে জানান হাফিজুর রহমান।
এ ব্যাপারে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ছাত্রদল সভাপতি আমিনুল হক রিপনের বিরু’দ্ধে র্যাব-১৩ এর ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।
2.4K