সময় এখন ডেস্ক:
এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে গতবারের মত এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এগিয়ে ছেলেরা।
রোববার সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ফলাফলে দেখা গেছে, এবার মাধ্যমিকে পাসের হার ৮২.৮৭ শতাংশ। এতে মোট পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। এর মধ্যে ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন ছাত্রী এবং ৮ লাখ ৩৩ হাজার ৮৯২ জন ছাত্র। ছাত্রদের পাসের হার ৮১.৬৩ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪.১০ শতাংশ।
গত বছর ছাত্রদের পাসের হার ৮১.১৩ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৮৩.২৮ শতাংশ। ছাত্রীদের পাসের হার ২.১৫ শতাংশ বেশি ছিল।
এ বছর অনুত্তীর্ণ শিক্ষার্থীর হারে এগিয়ে ছাত্ররা। ১ লাখ ৮৭ হাজার ৫৯৮ জন ছাত্র এবং ১ লাখ ৬১ হাজার ৯০৭ জন ছাত্রী পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে।
তবে পরীক্ষার্থীয় অংশগ্রহণের সংখ্যায় এগিয়ে ছিল ছেলেরা। ২০ লাখ ৪০ হাজার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন ছাত্র এবং ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। সেই হিসাবে চলতি মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে ফল তৈরির কাজ বন্ধ ছিল।
মাদ্রাসা বোর্ডে পাসের হার কমেছে
গত বছরের তুলনায় এবার দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৫১ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৩.০৩ শতাংশ। এবার ২ লাখ ৭৬ হাজার ৮১৫ দাখিল পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ লাখ ২৮ হাজার ৪১০ জন। মোট পাসের হার ৮২.৫১ শতাংশ।
গত বছর (২০১৯) পরীক্ষার্থী সংখ্যা ছিল ৩ লাখ ৬ হাজার ৭৮০ জন। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৫৪ হাজার ৭১০ জন। গত বছর মোট পাসের হার ছিল ৮৩.৩ শতাংশ।