আইন আদালত ডেস্ক:
করোনা ভাইরাসের কেউ মাস্ক না পরলে জেল জরি’মানার ঘোষণা দিয়েছে সরকার।
শনিবার (৩০ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাইরে চলাচলের ক্ষেত্রে সবসময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা নাহলে সং’ক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূ’ল) আইন, ২০১৮ এর ধারা ২৪ (১), (২) ও ধারা ২৫ (১) ও (২) অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে। আর এই আইন বাস্তবায়ন করবে জেলা প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষ।
এদিকে, আইনের ধারা অনুযায়ী কেউ মাস্ক না পড়ে বের হলে ৬ মাস জেল অথবা ১ লাখ টাকা জরি’মানা বা উভয় দ’ণ্ডে দ’ণ্ডিত হবেন। এছাড়া কেউ যদি এই নির্দেশনা বাস্তবায়নে বাধা প্রদান বা প্রতিব’ন্ধকতা সৃষ্টি করেন তাহলে ৩ মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরি’মানা ও উভয় দ’ণ্ডে দ’ণ্ডিত হবেন।
সং’ক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূ’ল) আইন, ২০১৮, ২৪ (১), (২) দেখা যায়:
২৪। (১) যদি কোনো ব্যক্তি সং’ক্রামক জীবাণুর বিস্তার ঘটান বা বিস্তার ঘটিতে সহায়তা করেন, বা জ্ঞাত থাকা সত্ত্বেও অপর কোনো ব্যক্তি সং’ক্রমিত ব্যক্তি বা স্থাপনার সংস্পর্শে আসিবার সময় সং’ক্রমণের ঝুঁ’কির বিষয়টি তাহার নিকট গোপন করেন তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।
(২) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ৬ (ছয়) মাস কারাদ’ণ্ডে, বা অনূর্ধ্ব ১ (এক) লক্ষ টাকা অর্থদ’ণ্ডে, বা উভয় দ’ণ্ডে দ’ণ্ডিত হইবেন।
এছাড়া আইনের ২৫ ধারায় রয়েছে:
২৫। (১) যদি কোনো ব্যক্তি-
(ক) মহা-পরিচালক, সিভিল সার্জন বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে তাহার উপর অর্পিত কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা প্রদান বা প্রতিব’ন্ধকতা সৃষ্টি করেন, এবং
(খ) সং’ক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূ’লের উদ্দেশ্যে মহা-পরিচালক, সিভিল সার্জন বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার কোনো নির্দেশ পালনে অ’সম্মতি জ্ঞাপন করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।
(২) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহা হইলে তিনি অনূর্ধ্ব ৩ (তিন) মাস কারাদ’ণ্ডে, বা অনূর্ধ্ব ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদ’ণ্ডে, বা উভয় দ’ণ্ডে দ’ণ্ডিত হইবেন।
এদিকে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না।
368