রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোরে এক ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীর স্ত্রী স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের হাত ধরে উধাও হয়ে গেছেন।
এ ঘটনায় রবিবার সকালে ওই ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী এরশাদ মিয়া বাদী হয়ে তানোর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গত ১৫ মে গভীররাতে উপজেলার গাগরন্দ সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক দুটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোহাম্মদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মোমিনুল হক মমিন (৪৬)। তিনি পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি।
বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মমিন বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগ কর্মী ও আলু ব্যবসায়ী এরশাদ মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া করে আসছেন। গত ১৫ মে গভীররাতে চেয়ারম্যানের হাত ধরে রোজিনা বেগম তার স্বামীর বাড়ি ছাড়েন।
এরশাদ মিয়া জানান, স্ত্রী তার আলু বিক্রি করা ৩ লাখ ৯০ হাজার টাকা ও সোয়া ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিএনপি নেতা মমিন চেয়ারম্যানের সঙ্গে পালিয়ে গেছে। বিষয়টি নিয়ে তিনি পালানো স্ত্রীর বিরু’দ্ধে থানায় হারানো জিডি করেছেন।
এ ব্যাপারে চেয়ারম্যান মোমিনুল হক মমিনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, ঘটনাটি নিয়ে থানায় জিডি করা হয়েছে। বাদী চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান, বিএনপি আওয়ামী লীগ বড় কথা নয়, দু’জন প্রাপ্তবয়স্ক মানুষের পরস্পরের প্রতি প্রেম ভালোবাসা তৈরী হয়েছে, সেজন্য তারা অন্যত্র চলে গেছেন। কেউ স্ত্রী রাখতে না পারলে সেটা তার ব্যর্থতা।
এরশাদ মিয়ার প্রতিবেশি স্কুল শিক্ষিকা রোজিনা আক্তার বলেন, নিয়ে যাওয়া টাকাগুলো শেষ হয়ে গেলে মমিন চেয়ারম্যান হয়ত একা ফিরে আসবেন এলাকায়। পুরুষ বলে তার কিছু হবে না, কিন্তু নারী বলে সমাজের চোখে কল’ঙ্কিত হবেন এরশাদ মিয়ার স্ত্রী।