স্পোর্টস ডেস্ক:
আম্পায়ারের ভুল সিদ্ধান্তে অনেক ক্রিকেটারকে সাজঘরে ফিরে যেতে হয়েছে। এ রকম ঘটনা ঘটেছে কিংবদন্তী শচীন টেন্ডুলকারের সাথে। একই আম্পায়ার ২ বার ভুল করে আউট দিয়ে দেন তাকে। ক্রিকেট মাঠের স্মৃতিচারণ করতে গিয়ে শচীনকে দেওয়া ২ বার ভুল আউটের কথা স্বীকার করে নিলেন হাই-প্রোফাইল আম্পায়ার স্টিভ বাকনর। তাও স্বীকার করলেন আম্পায়ার হিসেবে অবসর নেয়ার ১১ বছর পর। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
বার্বাডোজে এক রেডিও চ্যাট শো ‘ম্যাসন এন্ড গেস্টস’ এ স্টিভ বাকনর জানালেন, শচীনকে দু-বার আউট দেওয়া হয়েছিল। দু-বারই ভুল হয়। ভুল মানুষ মাত্রেই হয়। অস্ট্রেলিয়ায় একবার ওকে লেগ বিফোর আউট দিই। বল সেই সময় উইকেটের উপর দিয়ে যাচ্ছিল। দ্বিতীয়বার ঘটে ভারতে। কট বিহাইন্ড আউট দিয়েছিলাম। বল অনেকটা টার্ন নিয়েছিল। তবে ব্যাটের সঙ্গে সংযোগ হয়নি। তবে ম্যাচটা ইডেন গার্ডেন্সে হয়েছিল। ইডেনে যখন ম্যাচ খেলা হয়, তখন আম্পায়াররা কার্যত কিছু শুনতেই পাননা। কারণ একসঙ্গে ১ লাখ লোক চিৎকার করে। সেই ভুল করায় আমি একদমই খুশি ছিলাম না।
ক্যারিবিয়ান এই আম্পায়ার বর্তমানে নিউ ইয়র্কে থাকেন। বারবার শচীনকে আউট দেওয়ায় ভারতীয় সমর্থকদের রো’ষের মুখে পড়েছেন একাধিকবার।
২ কোটি টাকা খরচে বিদায়ী ম্যাচের আয়োজনে রাজি নন মাশরাফি
দেশের প্রথম শ্রেণির ক্রিকেটাররা ভালো পারিশ্রমিক পাচ্ছে না। টেস্ট ক্রিকেটও উন্নতি হচ্ছে না। আর এমন পরিস্থিতিতে ২ কোটি টাকা খরচে নিজের বিদায়ী ম্যাচ খেলতে রাজি হননি মাশরাফি বিন মর্তুজা। ২ কোটি টাকায় বিদায়ী সিরিজ আয়োজনের পরিবর্তে সেই অর্থ প্রথম শ্রেণির ক্রিকেটে খরচের পরামর্শ টাইগারদের সাবেক অধিনায়কের।
ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে ম্যাশ জানিয়েছেন, পাকিস্থানের বিপক্ষে ২০১৯ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেই ক্রিকেটকে বিদায় জানাতে প্রস্তুত ছিলেন তিনি। কিন্তু, সেজন্য জিম্বাবুয়ের বিপক্ষে বিশেষ ওয়ানডে সিরিজ আয়োজনের পক্ষে ছিলেন না। বিসিবি সভাপতির সাথে আলোচনা করে বিপিএল খেলেন।
অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেন জিম্বাবুয়ে সিরিজের পর। তার জন্য ২ কোটি টাকায় বিদায়ী সিরিজ আয়োজনের পরিবর্তে সেই অর্থ প্রথম শ্রেণির ক্রিকেটে খরচের পরামর্শ মাশরাফির। সেই সাথে ২০২৩ বিশ্বকাপের আগে নতুন অধিনায়ক তৈরি করা সম্ভব বলে মনে করেন ম্যাশ।