আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার দেশটির জাতীয় সংসদে দেয়া এক ভাষণে সাবেক আল-কায়েদা নেতাকে ‘শহীদ’ হিসেবে আখ্যায়িত করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
ওই মন্তব্যের পর পাকিস্থানের বিরো’ধী দলগুলো ইমরান খানের তীব্র সমালোচনা করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসলামাবাদ এবং ওয়াশিংটনের সম্পর্কের নড়বড়ে অবস্থা নিয়ে পাকিস্থানের সংসদে কথা বলার সময় এই মন্তব্য করেন পাকিস্থানের প্রধানমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি তাদের এক প্রতিবেদনে পাকিস্থানকে ‘আঞ্চলিকভাবে সক্রিয় সন্ত্রা’সী গোষ্ঠীর জন্য নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে উল্লেখ করার পর ওই প্রতিবেদনের বিরু’দ্ধে একটি বিবৃতি প্রকাশ করে পাকিস্থানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, এই অঞ্চলে আল-কায়েদার শক্তি অনেক কমেছে বলে প্রতিবেদনে স্বীকার করা হলেও, সংগঠনটিকে ধ্বং’স করার পেছনে পাকিস্থানের উল্লেখযোগ্য ভূমিকাকে উ’পেক্ষা করা হয়েছে প্রতিবেদনে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনের জবাবে পাকিস্থানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রেক্ষিতে বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমরা যেভাবে তাদের (যুক্তরাষ্ট্রকে) সমর্থন দিয়েছি এবং তার বিনিময়ে আমার দেশকে যে পরিমাণ অপ’মান সহ্য করতে হয়েছে, আমার মনে হয় না আর কোনো দেশকে কখনো এতটা অপ’মানিত হতে হয়েছে।
মার্কিন বাহিনী পাকি-কর্তৃপক্ষকে না জানিয়ে পাকিস্থানের ভেতরে অভিযান চালানোয় ক্ষো’ভ প্রকাশ করে ইমরান খান বলেন, তারা অ্যাবোটাবাদে এসে বিন-লাদেনকে শহীদ করে দেয়। আমাদের মিত্র আমাদের অ’জ্ঞাতে আমাদের দেশের ভেতরে ঢুকে পড়ে এবং আমাদেরকেই জানায় না। এরপর পুরো পৃথিবীর মানুষ আমাদের সম্পর্কে নে’তিবাচক মন্তব্য করেছে। সে সময় পৃথিবীর যত দেশে পাকিস্থানিরা ছিল, তাদের ভোগা’ন্তি পোহাতে হয়েছে।
রয়টার্সের খবর অনুযায়ী, ইমরান খানের এই মন্তব্যের পর সংসদেই তার সমালোচনা করে বিরো’ধী দল পিএমএল-এন’এর সিনিয়র নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেন, বিন-লাদেন আমার দেশকে ধ্বং’স করেছে, আর তিনি (ইমরান খান) তাকে শহীদ বলছেন।
পাকিস্থানের পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারী – যার দল ২০১১ সালে অ্যাবোটাবাদ অভিযানের সময় ক্ষমতায় ছিল – ইমরান খানের বিরু’দ্ধে সন্ত্রা’সবাদের প্রশংসা করার অভিযোগ তুলেছেন।
তবে ইমরান খানের বক্তব্য এবং বিরো’ধী দলের সমালোচনা সম্পর্কে জানতে চাওয়া হলে পাকিস্থান সরকারের মুখপাত্র রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেননি।
এদিকে ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদ মাধ্যমেও ইমরান খানের এই মন্তব্যের সমালোচনা করে খবর প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে, ইমরান খানের ওই মন্তব্যের পক্ষে যুক্তি দেখিয়ে পাকিস্থানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শাহবাজ গিলের করা একটি টু্ইট পাকিস্থানের পত্রিকা ডন তাদের রিপোর্টে ব্যবহার করেছে।
ইমরান খানের মন্তব্যকে অ’প্রয়োজনীয়ভাবে সমালোচনা করা হচ্ছে বলে শাহবাজ গিল ওই টুইটে উল্লেখ করে বলেন যে, ইমরান খান একবার ‘শহীদ’ বলছেন শুধু।
সূত্র: বিবিসি
845