ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার ত্রিশালে ছাগল কর্তৃক গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সৃষ্ট সংঘ’র্ষে মনির হোসেন (৩৮) নামে এক যুবকের মৃ’ত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনির হোসেন নওধা গ্রামের রইস উদ্দিন মাস্টারের ছেলে।
আজ রোববার (৯ আগস্ট) দুপুর সোয়া ২ টার দিকে উপজেলার নওধা গ্রামে এ ঘটনা ঘটে। ত্রিশাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে স্বাগতা ভট্টাচার্য বলেন, রোববার দুপুরের দিকে নওধা গ্রামের রইস উদ্দিন মাষ্টারের একটি ছাগল প্রতিবেশী আনোয়ার হোসেনের উঠানের একটি গাছের পাতা খায়। আর এই বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক বাগ-বিত’ন্ডা হয়। ঘটনার এক পর্যায়ে আনোয়ার হোসেনের পক্ষের লোকজন রইস উদ্দিনের পরিবারের ওপর দেশীয় অ’স্ত্র নিয়ে হাম’লা চালায়। এতে রইস উদ্দিন ও তার ছেলে মনির হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়। নেওয়ার পথে অতিরিক্ত রক্ত ক্ষরণে মনির হোসেন মা’রা যান। এ ঘটনায় রইস উদ্দিনের পরিবারের আহত ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশ’ঙ্কাজনক বলে সর্বশেষ জানা গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ত্রিশাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য।
এদিকে এ ঘটনা নিয়ে নওধা গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে গ্রামের কেউই মুখ খুলতে রাজি নন। তবুও যতটা জানা গেছে, আনোয়ার হোসেন এবং রইস উদ্দিনের পরিবারের মাঝে পারিবারিক এবং জমিজমা সংক্রান্ত বিষয়ে আগে থেকেই সমস্যা ছিল। প্রায়ই উভয়পক্ষে ছোটখাট বিষয় নিয়ে ঝগড়া হয়।