সময় এখন ডেস্ক:
বিএনপি যদি নির্বাচন করার সিদ্ধান্ত নেয়, তাহলে আওয়ামী লীগের সঙ্গে থেকে জোটগতভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি। আর যদি বিএনপি নির্বাচনে অংশ না নেয়, তাহলে ৩০০ আসনে জাতীয় পার্টির প্রার্থী দেয়া হবে। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার রাজধানীর বনানীতে ডিজিটাল পদ্ধতিতে দলের নির্বাচনী প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বৈরাচারী রাষ্ট্রপতি এরশাদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে সংশয় ছিল তা এখন নেই। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছিল তারা ব্যর্থ হয়েছে। এখন নির্বাচনের মাঠে শুধু আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর বিএনপি।
এরশাদ বলেন, এক সময় আমার হাত-পা বাঁধা ছিল। এখনও বাধা। তারপরও এগিয়ে যাচ্ছি। হাত-পা বাঁধা থাকলেও সংশয় নেই।
দৃঢ় প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, জাতীয় পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। দেশের সর্বত্র দলের নেতা কর্মীরা উদ্দীপ্ত অবস্থায় আছে। এবারে নির্বাচনী প্রচারণার স্লোগান- ‘পল্লী বন্ধুর হাত ধরে দেশ শাসনে আরেকবার’। এই স্লোগানের মধ্য দিয়ে আমার নির্বাচনী প্রচারণা চলবে দেশব্যাপী। নির্বাচনী প্রচারণায় জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে।
প্রার্থী মনোনয়নের বিষয়ে এরশাদ বলেন, অল্পদিনের মধ্যেই মনোনয়ন বোর্ড গঠন করা হবে। প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে। জাপা আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ভালো রেজাল্ট করবে। আমি জয় দেখতে পাচ্ছি।
ডিজিটাল পদ্ধতিতে দলের নির্বাচনী প্রচারণার বিষয়ে তিনি বলেন, প্রতিদিন সাড়ে ৪ কোটি মানুষের কাছে প্রতিদিন জাতীয় পার্টির কর্মকাণ্ড তুলে ধরা হবে। গুগলে একটি প্লাটফর্ম থাকবে যেখানে ক্লিক করলে জাতীয় পার্টির উন্নয়নের চিত্র ভেসে আসবে।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি, সুনীল শুভ রায় উপস্থিত ছিলেন।