বন্যায় তলিয়ে যাওয়া স্কুলমাঠে নৌকা বাইচের আয়োজন!

0

গোপালগঞ্জ প্রতিনিধি:

করোনার কারণে বন্ধ স্কুল, বন্যার পানিতে টইটম্বুর স্কুল মাঠ। তাই বন্ধ রয়েছে খেলাধুলা। আর এ সময়টাতেই আনন্দ-ফূর্তির অংশ হিসাবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের যুবকরা এক ব্যতিক্রমী নৌকা বাইচের আয়োজন করে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে কাশিয়ানী উপজেলার পারুলিয়া স্কুল মাঠের পানিতে ব্যতিক্রমী এ নৌকা বাইচের অংশ নেয় স্থানীয় ২৫-৩০টি ডিঙি নৌকা। একে অপরকে হারিয়ে দেওয়ার চেষ্টায় গোলবারের ভেতর দিয়ে নৌকা নিয়ে যায় তারা। এ নৌকা বাইচ দেখতে মাঠের চারপাশে দর্শনার্থীদের ভীড় ছিল লক্ষণীয়। করোনা আর বন্যার মাঝেও কিছুটা সময় আনন্দে কাটান গ্রামবাসী।

বাইচ দেখতে আসা গ্রামবাসী জানান, করোনাকালে মানুষজন সেভাবে বাইরে বের হতে পারেন না। তাছাড়া বন্যার পানিতে গ্রামের বেশির ভাগ এলাকাই তলিয়ে গেছে। সেই সঙ্গে তলিয়ে গেছে স্কুল মাঠও। সময় কাটাতে এবং আনন্দ উপভোগ করতেই এলাকার যুবকরা স্থানীয় ডিঙি নৌকা নিয়ে এ বাইচের আয়োজন করে। তারা যেমন উপভোগ করেছে, আমরাও তেমনি আনন্দ পেয়েছি।

গাইবান্ধায় ত্রাণ দিতে গিয়ে ব্রহ্মপুত্রে শিক্ষার্থী নি’খোঁজ

গাইবান্ধা সদরের কামারজানিতে ত্রাণ দিতে গিয়ে নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে বোরহান উদ্দিন নিশাদ (২০) নামে এক শিক্ষার্থী নি’খোঁজ হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

বোরহান রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। নিশাদ সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের মতিউল আলমের ছেলে।

কামারজানির ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জাকির জানান, গোঘাট গ্রামে ব্রহ্মপুত্র নদের ভা’ঙন ও বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। নিশাদ তার সহপাঠীসহ অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে নৌকায় করে ত্রাণ বিতরণ করছিলেন। এ সময় হঠাৎ করে নিশাদ নৌকা থেকে পড়ে যান।

ঘটনার পর থেকে বোরহানকে খুঁজতে তৎপরতা চালায় স্থানীয় ডুবুরিরা। এছাড়া খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে বিকাল সোয়া ৫টা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোনও সন্ধান পাওয়া যায়নি।

শেয়ার করুন !
  • 31
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!