সাবেক মিস আয়ারল্যান্ড প্রিয়তীকে ব্ল্যাকমেল করছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার

0

সময় এখন ডেস্ক:

সাবেক মিস আয়ারল্যান্ড খেতাবপ্রাপ্ত পেশাদার বৈমানিক, মডেল, লেখক ও মানবাধিকার কর্মী বাংলাদেশি বংশোদ্ভূত মাকসুদা আক্তার প্রিয়তীর পিছু ছাড়ছেন না কোনভাবেই ব্যারিস্টার গোলাম মারুফ ওরফে নিঝুম মজুমদার। দিনের পর দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট, প্রপাগান্ডা ছড়ানোর পাশাপাশি চিরাচরিত মিথ্যাচারের ফুলঝুড়ি ছড়িয়ে চলেছেন দুই সন্তানের পিতা এই আইনজীবী।

বহুদিন ধরে নানাভাবে প্রিয়তীর জীবন অ’তিষ্ট করে তোলার পাশাপাশি মানসিক নির্যা’তন করে চলেছেন নিঝুম। মাঝে হারপিক খেয়ে নিজেকে শেষ করে দেয়ার একটি নাটকও রচনা করেন নিঝুম। যা তার অতীতের নানা মিথ্যাচার এবং বানোয়াট কল্পকাহিনীর সাথে মিলে যায়। মানুষের সিম্প্যাথি নেয়ার উদ্দেশ্যে সৃষ্ট এ ধরণের বাহানা তার পুরনো বলে সামাজিক মাধ্যমে পরিচিত সবাই জানেন।

এরই ধারাবাহিকতায় আজ আবার জানা গেল, প্রিয়তীকে ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করছেন নিঝুম। এ বিষয়ে প্রিয়তী নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে খোলাসা করেছেন। প্রিয়তীর বক্তব্য অনুযায়ী জানা যায়, নিঝুম দাবি করছেন- তার কাছে প্রিয়তীর এমন কিছু ছবি বা ভিডিও রয়েছে, যাতে প্রমাণ হয় প্রিয়তীর সাথে তার কোনো এক সময় অন্তরঙ্গতা তৈরী হয়েছে। সে সময়কার কিছু ব্যক্তিগত ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।

প্রিয়তী লিখেছেন- আমার নি*পল সাক করার ছবি/ ভিডিও লন্ডনের “ব্যারিষ্টার” নিঝুম মজুমদারের (আসল নাম- গোলাম মারুফ) কাছে নাকি আছে, তিনি নি*পল সাক করেছেন এবং আমি নাকি তা তুলেছি, এমনই তথ্য জনাব নিঝুম অন্য এক প্রসঙ্গের/ ঘটনার মোড় ঘোরাতে Sahadat Russell কে দিয়ে জানিয়েছেন এবং রাসেল ইনবক্সে আমাকে জানিয়েছেন।

প্রিয়তী আরও বলেন, জনাব নিঝুম, আমি সেই ভিডিও পাবলিকলি দেখতে চাই, এবং আমি তা স্হান – তারিখ – সময়সহ জানতে চাই। অনলাইন নারীদের প্রতি হুম’কি, ব্ল্যাকমেইলিং এর দৌড় কতোটুকু আমি দেখতে চাই। আর যদি জনাব নিঝুমের উক্ত বক্তব্য স্লিপ অব টাং এর মতো স্লিপ অব টাইপিং হয়ে থাকে কোন পক্ষে, তাহলে ক্ষমা করার জন্য প্রস্তুত, শুধু ক্ষমাটি পাবলিকলি চাইতে হবে। [সংক্ষেপিত]

বিস্তারিত পোস্ট:

প্রিয়তীর বক্তব্য থেকে এটা স্পষ্ট, তিনি নিঝুমের এ ধরণের অ’নৈতিক কাজের কোনো প্রশ্রয় দেবেন না। নিঝুম মজুমদারের মত একজন ব্যারিস্টারের এমন অপরাধমূলক কর্মকাণ্ডের হুম’কিকে আমলে নিয়ে কোনো অ’ন্যায়ের সুযোগও দিতে নারাজ তিনি। প্রিয়তী আশাবাদী, এসব কর্মকান্ডের ফলেই নিঝুম মজুমদারদের মত মুখোশধারীদের অপরাধ সবার সামনে উন্মোচিত হয়ে পড়বে।

নিঝুম মজুমদারের আসল চেহারা সম্পর্কে জানতে এই ঘটনার পেছনের খবরে চোখ রাখতে পারেন (অডিও এবং তথ্য প্রমাণসহ)।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!