সময় এখন ডেস্ক:
দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী এই ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটির শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দেয়ার চেষ্টা করা হয়। তবুও শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আবারও গা ঝাড়া দিয়ে এদেশের রাজনীতিতে অবদান রেখে চলেছে দলটি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়বেন বঙ্গবন্ধু পরিবারের ৮ জন সদস্য। তারা হলেন- বঙ্গবন্ধুর বড় মেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভাগনে শেখ ফজলুল করিম সেলিম ও আবুল হাসানাত আবদুল্লাহ, ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাহ উদ্দিন জুয়েল, বঙ্গবন্ধুর ভাইপো শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময়, ভাগনে শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে নুর তাপস এবং ইলিয়াস আহমেদ চৌধুরীর ছেলে নূর-ই-আলম চৌধুরী লিটন।
এদের মধ্যে বঙ্গবন্ধুর মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বঙ্গবন্ধুর বোনের ছেলে শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ-২ আসন থেকে ও আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেখ ফজলুল করিম সেলিম এ পর্যন্ত ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনে এবং শেখ সালাহ উদ্দিন জুয়েল খুলনা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে জুয়েল প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
এছাড়া বঙ্গবন্ধুর ভাইপো শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সুদর্শন, হাস্যোজ্জ্বল, সুবক্তা হিসেবে অল্পদিনেই সবার দৃষ্টি কেড়েছেন। শেখ তন্ময়ও প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে নুর তাপস ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য।
বঙ্গবন্ধুর আরেক ভাগনে ইলিয়াস আহমেদ চৌধুরীর ছেলে নূর-ই-আলম চৌধুরী লিটন মাদারীপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নূর-ই-আলম চৌধুরী এই আসনের বর্তমান সংসদ সদস্য।