কিশোরগঞ্জে আড়াইশ বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

0

কিশোরগঞ্জ সংবাদদাতা:

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় বিএনপির প্রায় আড়াইশ নেতাকর্মী নির্বাচনের আগ মুহুর্তে হঠাৎ করে যোগ দিলেন সরকার দলীয় রাজনৈতিক দল আওয়ামী লীগে। আর তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন ভৈরব-কুলিয়ারচর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার রাত ১০টায় প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের নিজ বাসভবন আইভি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া নেতাকর্মীদের মাঝে আছেন- পৌর শহরের ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফেরদৌস মিয়া, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রশিদ মিয়া, বিএনপি নেতা আকবর মিয়া, ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক দুলাল মিয়া, ৯নং ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রউফ রাজীব, সাবেক প্রচার সম্পাদক মুজিবুর রহমান, বিএনপি নেতা তালেব, আলমগীর মিয়া, ছগীর মিয়া, হাজী জহির মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু বক্কর, ভৈরবপুর ৮নং ওয়ার্ড বিএনপি নেতা বেদন মিয়া, ওয়ার্ড বিএনপি নেতা খাদেম, মোবারকসহ প্রায় আড়াইশ বিএনপি নেতাকর্মী।

সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, আমরা বিএনপির রাজনীতি করতাম। কিন্তু আওয়ামী লীগের রাজনীতির আদর্শ আমাদেরকে আকৃষ্ট করেছে। যুদ্ধাপরাধী ও দেশবিরোধীদের পক্ষে রাজনীতি করে আমরা ভুল করেছি। আওয়ামী লীগের শাসনামল চলাকালে ভৈরবের কোনো মানুষের ব্যক্তিগত কোনো ক্ষতি হোক এমন কাজ করে নাই। কিন্তু বিএনপির আমলে এমন সুন্দর পরিবেশ দেখা যেত না। তারা মানুষের ক্ষতি করতেন। তাই নাজমুল হাসান পাপনের ডাকে আমরা শেখ হাসিনার নৌকাকে জয়ী করতে আওয়ামী লীগে এসেছি।

যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, ভৈরব চেম্বার অব কমার্স সাবেক সভাপতি হুমায়ন কবীর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!