জাল ভিসা তৈরীর প্রতারক চক্রের সন্ধান, ৫ জন আটক

0

সময় এখন ডেস্ক:

মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা সবাই জাল ভিসা তৈরির ভয়ংকর চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছে সংস্থাটি। তাদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়েছেন অনেক বিদেশ গমনেচ্ছু।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১। এ সময়ে তাদের কাছ থেকে ৩২টি পাসপোর্ট, ৭টি জাল ভিসা, ১টি বিমানের জাল টিকেট, ৩৪ লাখ টাকার বিভিন্ন ব্যাংকের চেক, ১৫টি স্বাক্ষরিত স্ট্যাম্প, ১টি ল্যাপটপ, ২টি কম্পিউটর, ১টি কালার প্রিন্টার, ৫টি মোবাইল ফোনসহ অসংখ্য জীবন বৃত্তান্ত উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দলনেতা আসাদুজ্জামান আসাদ, ওসমান গাজী, সিরাজুল ইসলাম, টিপু সুলতান এবং লিটন মাহমুদ।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, এই প্রতারক চক্রের মূল হোতা আসাদ। তিনি উত্তরায় একাধিক অফিস খুলে প্রথম সারির জাতীয় দৈনিকে বিজ্ঞাপণ দিতেন। তারপর তিনি ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে গমন ইচ্ছুকদের প্রলুব্ধ করতেন। এছাড়াও নিজস্ব দালাল চক্রের মাধ্যমে বিদেশ গমন ইচ্ছুকদের অফিসে নিয়ে আসতেন। তারপর বিভিন্ন রকম জাল জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে কখনো ট্যুরিস্ট ভিসা, কখনো জাল ভিসা, জাল টিকেট দিয়ে প্রত্যেকর কাছ থেকে ৫ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিতেন।

গ্রেপ্তারকৃত আসাদ জাল ভিসা করে ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখাতেন। এর জন্য তিনি ১৫ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন। তার ফাঁদে পড়ে অনেকেই সর্বস্ব হারিয়েছেন।

জাল ভিসা তৈরিতে তাকে সহযোগিতা করতেন ওসমান গাজী, টিপু ও লিটন। চাকরিপ্রার্থীদের তার অফিসে আনার জন্য ওসমান, টিপু ও সিরাজসহ আরও কয়েকজন দালাল হিসেবে কাজ করতেন। চাকরি দেওয়া ও বিদেশে যাওয়ার ক্ষেত্রে অগ্রিম হিসেবে তারা ২ থেকে ৫ লাখ টাকা, চাকরিপ্রার্থীদের কাছ থেকে ব্যাংকের ব্ল্যাংক চেক ও স্বাক্ষরিত স্ট্যাম্প নিজের কাছে রেখে দিতেন সিকিউরিটি হিসেবে। পরবর্তী সময়ে সেই ব্ল্যাংক চেক এবং স্বাক্ষরিত স্ট্যাম্প দিয়ে চাকরিপ্রার্থীদের ব্ল্যাকমেল করতেন।

র‌্যাব জানায়, ওসমান গাজী একজন কাপড় ব্যবসায়ী। তিনি আল আমিন নামের এক সিঙ্গাপুর প্রবাসীর মাধ্যমে আসাদের সঙ্গে পরিচয় হন। ওসমান গাজী আসাদকে জাল ভিসা বানিয়ে দিতেন। তিনি ৩ বছর ধরে জাল ভিসা তৈরি করে আসছেন। জাল ভিসা তৈরির জন্য আসাদ তাকে ভিসাপ্রতি ২০ হাজার টাকা দিতেন।

ওসমান গাজী গ্রেপ্তারকৃত লিটনের মাধ্যমে জাল ভিসা তৈরি করে আসাদকে দিতেন। লিটন এই পর্যন্ত ৪০-৫০টি জাল ভিসা তৈরি করে আসাদকে দিয়েছেন। এছাড়াও বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছ থেকে সরকারি এবং বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে জনপ্রতি ৫ থেকে ১০ লাখ টাকা নিত এই চক্রটি।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!