লক্ষ্মীপুর সংবাদদাতা:
‘দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের সর্বস্তরের জনগণ নোয়াখালীকে বিভাগ হিসেবে দেখতে চাচ্ছেন। বিএনপি ক্ষমতায় গেলে সেই গণদাবী অবশ্যই পূরণ করা হবে।’ ধনের শীষের প্রতীকের পক্ষে ভোট চেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর গোডাউন রোড এলাকায় শোডাউন করে এসে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরীর বাসার সামনে সদর উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা এ্যানি বলেন, বৃহত্তর নোয়াখালী অঞ্চল দেশের অর্থনীতিতে বড় অবদান রেখে আসছে দীর্ঘদিন ধরে। ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলায় উৎপাদিত খাদ্য শস্য, মৎস্য সারাদেশের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এখানে রয়েছে অনেক কল কারখানা। যাতে উৎপাদিত পণ্য দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানী হচ্ছে বিদেশেও। তাই নোয়াখালী অঞ্চলকে বিভাগ হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ। আমি কথা দিচ্ছি, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের এই প্রাণের দাবী অবশ্যই পূরণ করা হবে।
এ্যানি বলেন, আওয়ামী লীগ ভাবছে ভোটের আগে বিএনপি নেতাকর্মীদের মামলা-হামলা দিয়ে এলাকাছাড়া করবে। এসবে কোনো লাভ হবে না। আমাদের নিরপরাধ দলীয় নেত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেলে থাকলেও কর্মীরা মনোবল হারায়নি, মাঠও ছাড়েনি। তারা শেখ হাসিনার রক্তচক্ষুকে ভয় পায় না। আওয়ামী লীগই উল্টো আমাদেরকে ভয় পায়। নিষ্পাপ তারেক রহমান দেশছাড়া হলেও নির্বাচনের নেতৃত্ব দিচ্ছেন। তার ও ঐক্যফ্রন্টের নেতৃত্বে আমরা এখন ঐক্যবদ্ধ। আর তাই আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত।
তিনি বলেন, একটি ক্রান্তিকাল আমাদের সামনে নেমে এসেছে। এসব অতিক্রম করার জন্য আমরা জিয়ার সৈনিকরা মাঠে-ময়দানে প্রস্তুত রয়েছি। তার আদর্শ আমাদের মূল শক্তি। এই শক্তি দিয়েই আমরা ধনের শীষের বিজয় নিশ্চিত করব। এ নির্বাচন বিএনপির বাঁচা-মরার লড়াই। তাই নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। বিএনপি, ঐক্যফ্রন্ট ভোটকেন্দ্র ছেড়ে যাবে না।
সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া ও পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন প্রমুখ।
প্রসঙ্গত, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী। তিনি এ আসন থেকে ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।