খামোশ বললেই মানুষের মুখ খামোশ হবে না: প্রধানমন্ত্রী

0

সময় এখন ডেস্ক:

জামায়াত বিষয়ে প্রশ্ন করায় সাংবাদিকের ওপর চড়াও হওয়া ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি মানুষের মুখ বন্ধ করে দিতে চাইলেও মানুষের মুখ বন্ধ হবে না। খামোশ বললেই মানুষের মুখ খামোশ হবে না। তাদের লজ্জা কম, তাই প্রশ্ন করলে সংবাদিকদের খামোশ বলেন।

শহীদ বুদ্ধিজীবী দিবসে শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগের আলোচনায় এ কথা বলেন দলীয় প্রধান।

এর আগে সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে জামায়াতের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নে বিরূপ প্রতিক্রিয়া জানান ড. কামাল হোসেন। সাংবাদিককে ধমকের সুরে তিনি বলেন, কার কাছ থেকে কত টাকা খেয়ে এই প্রশ্ন করেছেন। আর ওই সাংবাদিকের নাম জেনে তাকে চিনে রাখার হুমকিও দেন।

এবারের নির্বাচনে কামাল হোসেন বিএনপিকে নিয়ে জোট করেছেন। পাশাপাশি জামায়াতের সঙ্গে বিএনপির আরেকটি জোট ২০ দল রয়েছে। আসন বণ্টনে দুই জোটের মধ্যেই হয়েছে সমন্বয়। আর জামায়াতের মতোই গণফোরাম এবং ঐক্যফ্রন্টের শরিকরাও ব্যবহার করছে ধানের শীষ মার্কা।

প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের কাছে আমার প্রশ্ন, যারা এত বড় অপরাধ করলো আর যে পাকিস্থানি বাহিনীকে আমরা পরাজিত করলাম, তাদের এই দোসরদের যখন ধানের শীষে মনোনয়ন দেয়া হলো আর এই ধানের শীষ নিয়ে যারা আমাদের সঙ্গে ছিল তারা একই সঙ্গে কীভাবে নির্বাচন করবে? এ প্রশ্নের উত্তর তারা জাতির কাছে দিতে পারবে কি না? তবে হ্যাঁ, তাদের লজ্জা একটু কম লাগে বলেই সাংবাদিকরা প্রশ্ন করলে খামোশ বলতে পারে।’

বিএনপি ও ঐক্যফ্রন্ট যুদ্ধাপরাধী, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীর স্বজন, বাংলা ভাই ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের মনোনয়ন দিয়েছে বলেও অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ড. কামাল, সুলতান মনসুর, কাদের সিদ্দিকী, মান্নার এত আবেগ দিয়ে জ্ঞানগর্ভ লিখা এত বিবেক! কোথায় গেল সেই বিবেক? ওই ধানের শীষে তার আজকে নির্বাচন করছে। রাজনীতিকে কোথায় নামিয়েছে? তারা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের ভাগ্যে কী ঘটবে, সেটাই আমার প্রশ্ন।’

শেয়ার করুন !
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!