সময় এখন ডেস্ক:
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমশঃ ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘পেথাই’ (PHETHAI) এ রূপ নিয়েছে। এখন এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান নিয়েছে। সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে এসব তথ্য।
আজ রোববার (১৬ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের বুলেটিনে প্রকাশিত এক সামুদ্রিক সতর্ক বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি রোববার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪শ ৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪শ ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩শ ৮৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩শ ৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর – উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।
ঘূর্ণিঝড় পেথাই এর কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ক্রমশঃ ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেগুলোকে গভীর সাগরে বিচরণ না করারও পরামর্শ দেয়া হয়েছে।
অপরদিকে রোববার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেনেন্ট মাহমুদ আলী গণমাধ্যমকে জানিয়েছেন, কর্তৃপক্ষ ঘূর্ণিঝড়টিকে গভীর পর্যবেক্ষণে রেখেছে। উপকূলীয় অঞ্চলে যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে। যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় কোস্টগার্ড সদা প্রস্তুত। যদিও এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়টির গতিপথ সম্পর্কে পুরোপুরি তথ্য পাওয়া যায়নি, তবুও কোস্টগার্ড সদা সতর্ক রয়েছে।
3