সময় এখন ডেস্ক:
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সবার দৃষ্টি এখন মন্ত্রিসভার দিকে। জানা গেছে, নতুন মন্ত্রিসভায় থাকছেন ৪৬ জন। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী থাকছেন। তবে আওয়ামী লীগের বাইরে কেউ মন্ত্রিসভায় থাকছেন না।
এরই মধ্যে ডাক পেয়েছেন- মতিয়া চৌধুরী, আসাদুজ্জামান খাঁন কামাল, আনিসুল হক, আ হ ম মুস্তফা কামাল, ওবায়দুল কাদের, জুনাইদ আহমেদ পলক, গোলাম দস্তগীর গাজী, শাহরিয়ার আলম, খালিদ মাহমুদ চৌধুরী, বীর বাহাদুর উশৈ সিং, শাহরিয়ার আলম, নসরুল হামিদ, ডা. দীপু মনি, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, তাজুল ইসলাম, ড. আব্দুর রাজ্জাক, জাহিদ আহসান রাসেল, টিপু মুন্সি, এনামুল হক শামীম, মোস্তফা জব্বার, আ ক ম মোজাম্মেল হক, ডা. এনামুর রহমান, সাধন চন্দ্র মজুমদার।
এ পর্যন্ত পাওয়া খবরে কারা কোন দপ্তর পেলেন-
অর্থমন্ত্রী হচ্ছেন- আ হ ম মুস্তফা কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী- আসাদুজ্জামান খাঁন কামাল, আনিসুল হক হচ্ছেন আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ড. আব্দুল মোমেন, শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তথ্যমন্ত্রী হচ্ছেন ড. হাছান মাহমুদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে যাচ্ছেন শ. ম রেজাউল করিম, টিপু মুন্সি- বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি- ড. আব্দুর রাজ্জাক, শিক্ষা উপমন্ত্রী হচ্ছেন- মহিবুল হাসান চৌধুরী নওফেল, পাট ও বস্ত্র- গোলাম দস্তগীর গাজী, আশরাফ আলী খান খসরু মৎস ও প্রাণি সম্পদ বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পাচ্ছেন আ ক ম মোজাম্মেল হক, ইমরান আহমেদ পাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী, শিক্ষামন্ত্রী হচ্ছেন ডা. দীপু মনি, শাহাবুদ্দীন উদ্দিন- পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক দপ্তর, নসরুল হামিদ- বিদ্যুৎ ও জ্বালানি, শ্রম ও কর্মসংস্থানে যাচ্ছেন- মুন্নজান সুফিয়ান, বীর বাহাদুর উশৈ সিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক দপ্তরে যাচ্ছেন। এছাড়া খালিদ মাহমুদ নৌ পরিবহণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।
এদিকে, শেখ হাসিনার নেতৃত্বে সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। নতুন মন্ত্রিদের সবার নাম, কাকে কোন দপ্তর দেয়া হবে সে সব নিয়ে আজ রবিবার বিকেল ৫টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে নিরঙ্কুশ জয় পায়। ৩০০টি আসনের মধ্যে ২৫৭টি পায় আওয়ামী লীগ। আর বিএনপি জোট জয়ী হয় মাত্র ৭টি আসনে জয়ী হয়।
মহাজোটের সংসদ সদস্যরা এরই মধ্যে শপথ নিয়েছেন। তবে শপথ নেননি ধানের শীষের নির্বাচিত জনপ্রতিনিধিরা। একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে দ্বিতীয় সর্বাধিক আসন পাওয়া জাতীয় পার্টি। এরশাদের নেতৃত্বাধীন এ দলটি এবার ২২ আসনে জয়ী হয়েছে।
সূত্র: ডিবিসি নিউজ
1