যে বিতর্কিত মন্ত্রীরা বাদ পড়ায় জনমনে স্বস্তি ফিরেছে

0

সময় এখন ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা ৩য় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। জানা গেছে, নতুন মন্ত্রিসভায় থাকছেন ৪৬ জন। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী থাকছেন। তবে আওয়ামী লীগের বাইরে কেউ মন্ত্রিসভায় থাকছেন না। এর মধ্যে পুরনো অনেক মন্ত্রী বাদ পড়েছেন। সবার মনে প্রশ্ন কেন তারা বাদ পড়েছেন। আর এই বাদ পড়ার তালিকায় রয়েছেন, বিতর্কিত কিছু মন্ত্রী। এদের মধ্যে রয়েছেন:

♣ মতিউর রহমান

ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যক্ষ মতিউর রহমান। তিনি এবার বাদ পড়েছেন। ধর্মমন্ত্রী থাকাকালে হজ্ব নিয়ে নানা সময়ে তিনি বিতর্কিত হয়েছেন। আত্মীয়-স্বজনের অপ্রিয় কর্মকাণ্ডের জন্যও তিনি সমলোচিত ছিলেন।

♣ শাজাহান খান

নৌমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু এই শ্রমিক নেতা নানা কারণে সমলোচিত হয়েছেন বিগত সরকারের আমলে। বিতর্কিত ভূমিকার কারণে সড়ক দুর্ঘটনা এবং সড়ক খাতে কোনো কিছু হলেই আলোচনায় আসে পরিবহন খাতের নেতা ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নাম। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর প্রাণহানির ঘটনার পর তিনি দেশজুড়ে আবারও সমলোচনার মুখে পড়েন।

♣ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

পুত্রদের ও কন্যার জামাতাকে ঘিরে বিতর্ক পিছু ছাড়নি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার। আওয়ামী লীগের শুরু হওয়া ১৯৯৬ সালে শাসনকালের মেয়াদে মায়া প্রতিমন্ত্রী থাকাকালে বড় ছেলে দীপু চৌধুরীকে ঘিরে নানা কাহিনী তাকে বিব্রত করেছিল।

♣ মুজিবুল হক

রেলমন্ত্রী থাকা অবস্থায় তিনি রেলের দুর্ভোগ নিয়ে সমলোচিত ছিলেন। রেলওয়ে যা আয় করেছে তার চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যয় হয়েছে বলে অভিযোগ উঠেছিল। রেলকে লাভজনক খাতে পরিণত করা এবং দুর্নীতি দূরীকরণ- দুই জায়াতেই ব্যর্থ হয়েছেন তিনি।

♣ শামসুর রহমান ডিলু

একদিকে বয়সের ভার অন্যদিকে পরিবারে বিরোধ ও স্বজনপ্রীতির অভিযোগের পাশাপাশি ও দলীয় কর্মীদের অবমূল্যায়নের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। একারণে এবার তিনি মন্ত্রীসভা থেকে বাদ পড়েছেন বলে শোনা যায়। তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

শেয়ার করুন !
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!