সময় এখন ডেস্ক:
নতুন দায়িত্বপ্রাপ্ত শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বিএনপি কোনও রাজনৈতিক দল নয় ,শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধী একটি প্লাটফর্ম। তিনি বলেন, বিএনপি একেক সময় একেকভাবে আবির্ভূত হয়। শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতা করতে করতে তারা একদিন জনবিচ্ছিন্ন হয়ে যাবে।
শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে নরসিংদী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বিএনপির মতো এ রকম বহু দল চলে গেছে। ইতিহাসে তাদের নাম নেই। তাছাড়া বিএনপিকে আমি রাজনৈতিক দল মনে করি না। কারণ তারা জনগণের কথা ভাবে না। জনগণের কথা ভাবলে পেট্রল বোমা আর আগুন সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মারত না।
তিনি বলেন, জাতি উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের যে মহাপরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।
শিল্পসমৃদ্ধ নরসিংদী জেলা নিয়ে পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, এলাকার যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করবো। নরসিংদীতে সার কারখানা, তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারের বেশ কিছু শিল্পকারখানা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। তা বাস্তবায়নের চেষ্টা করবো।
এর আগে মন্ত্রী সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর: ওবায়দুল কাদের
শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফ্লাইওভার ও চারলেন সড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে সবাই। দুনিয়ার সব গণতান্ত্রিক দেশই বাংলাদেশের নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে, প্রসংশা করেছে। এমতাবস্থায় এ নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর ছাড়া আর কিছুই নয়।
তিনি আরও বলেন, তারা কী বললেন তাতে আমাদের কিছু আসে যায় না। বাংলাদেশের জনগণ কী বললো সেটা হলো বড় কথা। জনগণ বিপুলভাবে শেখ হাসিনার উন্নয়ন, গণতন্ত্র এবং সততার পক্ষে রায় দিয়েছে। ‘৭০-এর পর নৌকার পক্ষে এমন গণজোয়ার কেউ আর দেখেনি। এই নির্বাচন যদি তারা মনে করে সঠিক নয় তারা বলতেই পারে।
1