সময় এখন ডেস্ক:
ভূমি মন্ত্রণালয়ের অধীনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব সম্পদের বিবরণ আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়ার মৌখিক নির্দেশনা দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। শনিবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হলে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।
ভূমিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার জন্য একদম শীর্ষস্থানীয় কর্মকর্তা থেকে শুরু করে একদম ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব নেবো। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে সম্পদের বিবরণ দিতে হবে। এখান আমি মৌখিক সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। মন্ত্রণালয়ে যাওয়ার পর তাদের সবাইকে লিখিতভাবে নির্দেশনা দেওয়া হবে।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সততার পুরস্কার দিয়েছেন। তিনি আমাকে মন্ত্রী করেছেন। প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিতে আমি ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করবো। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে আমি এই মন্ত্রণালয়কে শীর্ষ ৫ মন্ত্রণালয়ের মধ্যে নিয়ে আসবো।’
ভূমিমন্ত্রী বলেন, ‘কেন আমাকে এই মন্ত্রণালয়ে আবার দায়িত্ব দেওয়া হয়েছে তা একটা ম্যাসেজ। যাদের এখনও সমস্যা আছে, যারা এখনও মনে করছেন উনি হয়তো পারবেন না। তাদের আমি বলতে চাই, এখনও সময় আছে কেটে পড়েন। কারণ আমি কোনও ছাড় দেব না। আমরা কোনও চাওয়া পাওয়া নেই। আমি এখানে এসেছি সম্মানিত হতে, অসম্মান হয়ে ফিরে যেতে নয়। ব্যর্থতার কোনও দায়ভার নিয়ে আমি যেতে চাই না, কোনওভাবেই না।’
জনগণের কাছে দায়বদ্ধতার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘আমাদের জবাবদিহিতা আছে। সেটি অবশ্যই জনগণের কাছে। একেবারে নিচ থেকে উচ্চ পর্যায়ের যে কারও প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য থাকবো। আমার কর্মক্ষেত্রে সবার কাছে কৈফিয়ত দিতে বাধ্য। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি সবার। সবার জন্য আমার দরজা খোলা থাকবে। সবার সেবক হিসেবে থাকতে চাই।’
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক সুখলাল দাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
1