আন্তর্জাতিক ডেস্ক:
অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের (এআইইও) প্রধান ইমাম ড. ওমর আহমেদ ইলিয়াসী বলেছেন, সর্বপ্রথম আমাদের পরিচয় আমরা ভারতীয়। ধর্ম ও বর্ণ আলাদা হতে পারে। ধর্মীয় ঐতিহ্য ও উপাসনার পদ্ধতি আলদা হতে পারে। তবে আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম হল মানবতা এবং দ্বিতীয় ধর্ম ভারত, যদি আপনি ভারতে বাস করেন তবে।
সংবাদমাধ্যম সিএনএন নিউজ১৮-এ প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে ভারতে মুসলিমদের নিরাপত্তা ও ধর্ম পালনের স্বাধীনতা নিয়েও আলোচনা করেন তিনি।
ইমাম ইলিয়াসী বলেন, আপনি যদি আমেরিকায় যান এবং কেউ যদি বলেন আমি আমেরিকান মুসলিম, তখন লোকেরা রেগে যায়। এই প্রশ্নটি পৃথিবীর আর কোথাও আসে না। আমরা ভারতীয় হতে পেরে গর্বিত এবং আমি একজন ভারতীয়। আমাদের ধর্মের সঙ্গে সংযুক্ত করবেন না, ভারত ও ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত করুন। জাতি সবার ওপরে।
ইমাম ইলিয়াসী আরো বলেন, এখন পর্যন্ত ভারত কোনো দেশকে আক্র’মণ করেনি। কোনো দেশের অংশ দখলও করেনি। এটাই ভারতের সম্মান। আজ আমাদের ভারত যে গতি নিয়ে এগিয়ে চলছে তাতে পুরো বিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে আছে। আজ পুরো বিশ্ব আমাদের কাছ থেকে প্রত্যাশা করছে, আমি শ্রীলঙ্কা থেকে টেলিফোন কল পাচ্ছি। ফোন পাচ্ছি বাংলাদেশ থেকেও। পুরো বিশ্ব টিকা সরবরাহের জন্য অনুরোধ করছে।
করোনা টিকা নিয়ে ভারতে ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে ড. ইলিয়াসী বলেন, আপনার মনে থাকার কথা, পোলিও টিকা নিয়ে আমাকে খুব কঠোর পরিশ্রম করতে হয়েছিল। আমি আজ থেকে ২০ বছর আগের কথা বলছি। যখন পোলিও টিকাপ্রদান শুরু হয়েছিল তখন কিছু লোক জনগণকে বিভ্রা’ন্ত করেছিল এই টিকা খাবেন না বলে।
তেমনিভাবে চিকেনপক্সের সময়ও কিছু লোক গুজব ছড়িয়েছিল। যারা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াতে চান তারা ছড়াবেনই। আমাদের এই ধরণের গুজবে ভয় পাওয়া উচিত নয়। ভারত টিকা তৈরি করায় আমরা গর্বিত।
ভারতে মুসলিমদের নিরাপত্তা প্রসঙ্গে দেশটির এই মুসলিম নেতা বলেন, আমি চীনকে দেখিয়ে একটা উদাহরণ দিচ্ছি। ইবাদতের স্বাধীনতা চীনের মুসলমানদের নেই। তারা টুপি পরতে পারে না এবং দাড়ি রাখতে পারে না। তারা রমজানে রোজাও রাখতে পারে না। এরপরও আমাদের প্রতিবেশী দেশ নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে গর্বিত।
অন্যদিকে ভারতে সব ধর্মের মানুষকে সম্মান করা হয়। এমন আর কোনো দেশ কেউ দেখাতে পারবে? আমি এ নিয়ে আর কিছু বলতে চাই না।