শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ উন্নত দেশ হতো না: চীফ হুইপ

0

মাদারীপুর প্রতিনিধি:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মাদারীপুর পর্ব পদ্মা সেতুর টোল প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া এর সার্বিক সহযোগিতায় ৫টি গ্রুপে মাদারীপুর জেলার ৪টি উপজেলার প্রায় ৪ হাজার প্রতিযোগী ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন।

চিফ হুইপ নূর ই আলম চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, পদ্মা সেতুর টোল প্লাজায় ম্যারাথন আয়োজন করায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণে পদ্মা সেতুর সার্বিক কাজ সমাপনের শেষ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না। আর শেখ হাসিনার জন্ম না হলে এক সময়কার তলাবিহীন ঝুড়ির উপমা পাওয়া এই বাংলাদেশ এত উন্নত বাংলাদেশে পরিণত হতো না।

যার নেতৃত্বে এই বাংলাদেশ আমরা পেয়েছি, তিনি শত বছর নয়, সারাজীবন বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ইনশাল্লাহ জাতির পিতার অসমাপ্ত কাজ তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সম্পন্ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।

উল্লেখ্য, পদ্মা সেতুর জাজিরা পয়েন্টের টোলপ্লাজা থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে ৫ কিলোমিটার পথ গিয়ে শিবচরের ইউটার্ন হয়ে আবার টোলপ্লাজায় এসে শেষ হয়। পরে ৫টি গ্রুপে ৩ জন করে বিজয়ী ১৫ জনকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কর্ণেল মো. ফারুক আহমেদ ভূঁইয়া (পিএসসি, অধিনায়ক ৮ বীর, ৯ম পদাতিক ডিভিশন), মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!