আইন আদালত ডেস্ক:
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, কিছু দিন আগে বাংলাদেশ গরিব দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। জনগণের সহযোগিতায় শেখ হাসিনার পরিশ্রমের ফসল এটি। সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকলে বাংলাদেশের ভবিষ্যত পাল্টে যাবে।
আজ শুক্রবার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে এক পথসভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কিছু দিনের মধ্যে তা দেখতে পাবেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। দেশের মানুষের টাকায় শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন। কারও কাছ থেকে ঋ’ণ নিতে হয়নি। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। সবই শেখ হাসিনার নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশকে সারা বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত করে তুলব।
তিনি বলেন, করোনায় সারা বিশ্বে ২৫ লাখ লোক মা’রা গেছে। আর কাউকে হারাতে চাই না। করোনার বিরু’দ্ধে যু’দ্ধে জয়ী হতে চাই। এজন্য তিনি সকলকে দ্রুত টিকা নেয়ার পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া ও আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল।
শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ উন্নত দেশ হতো না: চীফ হুইপ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মাদারীপুর পর্ব পদ্মা সেতুর টোল প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া এর সার্বিক সহযোগিতায় ৫টি গ্রুপে মাদারীপুর জেলার ৪টি উপজেলার প্রায় ৪ হাজার প্রতিযোগী ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন।
চিফ হুইপ নূর ই আলম চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, পদ্মা সেতুর টোল প্লাজায় ম্যারাথন আয়োজন করায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণে পদ্মা সেতুর সার্বিক কাজ সমাপনের শেষ পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না। আর শেখ হাসিনার জন্ম না হলে এক সময়কার তলাবিহীন ঝুড়ির উপমা পাওয়া এই বাংলাদেশ এত উন্নত বাংলাদেশে পরিণত হতো না।
যার নেতৃত্বে এই বাংলাদেশ আমরা পেয়েছি, তিনি শত বছর নয়, সারাজীবন বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ইনশাল্লাহ জাতির পিতার অসমাপ্ত কাজ তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সম্পন্ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।
121