বিশেষ প্রতিবেদন:
জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বের হয়ে আসা নেতা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবার তারেকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, তারেক রহমানের মতো দুর্নীতিবাজ নেতার রাজনীতি করা রাজনীতিবিদ হিসেবে লজ্জার।
গত বুধবার ৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত আলোচনা সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, খালেদা জিয়া জাতির একজন অন্যতম নেতা, কিন্তু তারেক রহমান নয়। গত নির্বাচনে ঐক্যফ্রন্ট তথা বিএনপির নেতৃত্ব তারেক রহমানের হাতে চলে যাওয়ায় রাজনীতিতে এক ধরণের বি’শৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তারেক রহমানকে নেতা বানানোর জন্য আমি কখনো রাজনীতি করি নাই, জীবনেও করবো না।
এদিকে একই সভায় তিনি কামাল হোসেনের গুণগানও করেছেন। তিনি বলেছেন, আমরা ঐক্যফ্রন্ট থেকে নিজেদের প্রত্যাহার করেছি, কিন্তু ড. কামাল হোসেনের ভালোবাসা থেকে নিজেকে প্রত্যাহার করি নাই।
তিনি বলেন, আমরা কোন মতেই বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গড়তে কাজ করি নাই। আমরা ঐক্যফ্রন্ট করেছিলাম ড. কামাল হোসেনের নেতৃত্বে। কিন্তু যে কোনো ভাবেই হোক নির্বাচনে মনোনয়ন দেওয়ার সময় থেকেই দেখা গেল, জাতীয় ঐক্যফ্রন্টের মূল নেতৃত্ব বিএনপির হাতে চলে গেছে। বিএনপি যেখানে যাবে সেখানে অধঃপ’তন নেমে আসবে।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, বিএনপির মধ্যে যদি এমন দ্ব’ন্দ্ব থাকে তাহলে বিএনপি রাজনীতি করতে পারবে না। তাদের রাজনীতি করা উচিৎও না। যত সমস্যা তারেক রহমানের।
তিনি কী এমন নেতা হয়েছেন যে জাতির পিতাকে অ’স্বীকার করে বিএনপিকে টিকিয়ে রাখবেন- আমি বুঝি না। বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে এ সত্য কথা নয়। বিএনপিকে জিইয়ে রেখেছে আওয়ামী লীগ।
তিনি এও বলেন, তারেক রহমানের বোঝা উচিৎ- তিনি রাজনীতিবিদ নন। তিনি কেবল একজন রাজনীতিবিদের সন্তান মাত্র। ফলে তার রাজনীতিটা শেখা উচিৎ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান প্রমুখ। নিউজব্যাংক।
219