দক্ষিণ এশিয়ার নেতৃত্বে শেখ হাসিনা?

0

বিশেষ প্রতিবেদন:

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশে আগামী কয়েকদিন দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দের উপস্থিতি বাড়বে।

আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ১০ দিনে দক্ষিণ এশিয়ার ৪টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশ সফর করবেন। আর এই ঘটনাটি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নেতৃত্ব প্রতিষ্ঠায় একটি প্রভাব পড়ছে।

এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ১৭ এবং ১৮ মার্চ মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ বাংলাদেশ সফর করবেন। এর পরপরই ১৯ এবং ২০ মার্চ বাংলাদেশ সফর করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে।

২২ ও ২৩ মার্চ বাংলাদেশে আসবেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা ভান্ডারি এবং ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিশ্লেষকরা বলছেন, সার্ক অ’কার্যকর থাকার প্রধান কারণ হলো ভারত এবং পাকিস্থানের বিরোধ। এই দুটি দেশের কূটনৈতিক ও সামরিক বিরোধ সার্ককে অ’কার্যকর করে রেখেছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ সবচেয়ে গ্রহণযোগ্য রাষ্ট্র হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমশ আলোচিত হচ্ছেন। সাম্প্রতিক সময় পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেছেন।

পাকিস্থানের সঙ্গে বাংলাদেশের আগে যে বৈরিতা ছিলো সেই বৈরিতার কিছুটা উপশম লক্ষ্য করা যাচ্ছে। তাহলে মুজিববর্ষে সার্কের গুরুত্বপূর্ণ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে কোনো ইঙ্গিত বহন করে কি?

এই সফরের মধ্য দিয়ে কি বাংলাদেশ সার্কের নেতৃত্বে আসতে চাইছে? বাংলাইনসাইডার।

সামাজিকতার নামে নারীদের ঘরে রাখার প্রবণতা কমেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে, সামাজিকতার নামে নারীদের ঘরে রাখার প্রবণতা ছিলো। এখন সেই অচলায়তন অনেকটাই ভেঙে গেছে। মেয়েরা এখন বাইরে এসেছে।

সোমবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ আলোচনা অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, আগে নারীরা ডিসি, এসপি, ইউএনও পদ পায়নি। কিন্তু এখন সব জায়গায় নারীরা কাজ করছে।

তিনি বলেন, শুধু অধিকার চাইলেই পাওয়া যায় না, অধিকার আদায় করে নিতে হয়। এ সময় তিনি নরীদের শিক্ষিত হওয়ারও আহবান জানান।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!